ETV Bharat / sitara

রাজ কাপুর, শংকর-জয়কিষন মরণোত্তর সম্মানে সম্মানিত হন, ইচ্ছেপ্রকাশ ঋষি কাপুরের

টার্কিতে দু'জন হিন্দি গান গাইছেন । সঙ্গে বাজাচ্ছেন বাদ্য়যন্ত্র । রাজ কাপুর ও শংকর-জয়কিষনের জনপ্রিয়তা এখনও দেখে তাঁদের মরণোত্তর সম্মান দেওয়া হোক, এমন ইচ্ছে প্রকাশ করলেন অভিনেতা ঋষি কাপুর ।

author img

By

Published : Jul 28, 2019, 6:01 PM IST

Updated : Jul 29, 2019, 1:03 PM IST

ঋষি কাপুর

মুম্বই : মহান অভিনেতা রাজ কাপুর ও সংগীতকার শংকর-জয়কিষনকে দেওয়া হোক মরণোত্তর সম্মান । এমনই ইচ্ছে প্রকাশ করলেন রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর । টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে একথা জানান তিনি ।

রাজ কাপুর ও শংকর-জয়কিষন ভারতীয় চলচ্চিত্র জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । সে জায়গা এখনও তাঁদেরই রয়েছে ।

রাজ কাপুর ও এই সংগীতকারের জুটি আমাদের অনেক মেলোডিয়াস সং উপহার দিয়েছেন । যা কেবল দেশে নয় বিদেশেও সমান জনপ্রিয় । তাঁরা আমাদের মাঝে এখন আর না থাকলেও তাঁদের কাজ আজও আমাদের মধ্যে রয়ে গেছে ।

গতকাল বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেটা দেখে পরিষ্কার বোঝা যায়, সংগীতের আসলে কোনও ভাষা হয় না ।

  • Raj Kapoor and Shankar Jaikishen should be recognised posthumously by the government for keeping their work alive for so long. That too overseas! Long live India 🇮🇳 https://t.co/LxraNpr1Uk

    — Rishi Kapoor (@chintskap) July 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টার্কির একটি পুরোনো শহর থেকে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে, দু'জন ব্যক্তি 'আওয়ারা হুঁ' গানটি গাইছেন । সঙ্গে একটি বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন ।

ঋষি কাপুর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "রাজ কাপুর ও শংকর জয়কিষনের কাজকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য সরকারের তরফে মরণোত্তর সম্মান দেওয়া উচিত ।"

1951-তে 'আওয়ারা' ছবির জনপ্রিয় গান 'আওয়ারা হুঁ' মহান অভিনেতা রাজ কাপুরের উপর দেখানো হয়েছিল । আর গানের মিউজ়িক দিয়েছিলেন শংকর জয়কিষন ।

মুম্বই : মহান অভিনেতা রাজ কাপুর ও সংগীতকার শংকর-জয়কিষনকে দেওয়া হোক মরণোত্তর সম্মান । এমনই ইচ্ছে প্রকাশ করলেন রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর । টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে একথা জানান তিনি ।

রাজ কাপুর ও শংকর-জয়কিষন ভারতীয় চলচ্চিত্র জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । সে জায়গা এখনও তাঁদেরই রয়েছে ।

রাজ কাপুর ও এই সংগীতকারের জুটি আমাদের অনেক মেলোডিয়াস সং উপহার দিয়েছেন । যা কেবল দেশে নয় বিদেশেও সমান জনপ্রিয় । তাঁরা আমাদের মাঝে এখন আর না থাকলেও তাঁদের কাজ আজও আমাদের মধ্যে রয়ে গেছে ।

গতকাল বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেটা দেখে পরিষ্কার বোঝা যায়, সংগীতের আসলে কোনও ভাষা হয় না ।

  • Raj Kapoor and Shankar Jaikishen should be recognised posthumously by the government for keeping their work alive for so long. That too overseas! Long live India 🇮🇳 https://t.co/LxraNpr1Uk

    — Rishi Kapoor (@chintskap) July 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টার্কির একটি পুরোনো শহর থেকে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে, দু'জন ব্যক্তি 'আওয়ারা হুঁ' গানটি গাইছেন । সঙ্গে একটি বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন ।

ঋষি কাপুর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "রাজ কাপুর ও শংকর জয়কিষনের কাজকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য সরকারের তরফে মরণোত্তর সম্মান দেওয়া উচিত ।"

1951-তে 'আওয়ারা' ছবির জনপ্রিয় গান 'আওয়ারা হুঁ' মহান অভিনেতা রাজ কাপুরের উপর দেখানো হয়েছিল । আর গানের মিউজ়িক দিয়েছিলেন শংকর জয়কিষন ।

Intro:Body:

rishi kapoor


Conclusion:
Last Updated : Jul 29, 2019, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.