ETV Bharat / sitara

'নির্ভয়া কেস : তারিখ পে তারিখ', ক্ষুব্ধ ঋষি - Rishi Kapoor latest news

আজ, ৩ মার্চ নির্ভয়াকাণ্ডে দোষীদের শাস্তি হওয়ার কথা ছিল । তবে সেই তারিখ আবারও পিছিয়েছে । বারবার ফাঁসির দিন পিছিয়ে যাওয়ায় বিরক্ত ঋষি কাপুর । ক্ষোভ প্রকাশ করলেন সোশাল মিডিয়ায় ।

Rishi Kapoor is angry with Nirbhaya verdict
Rishi Kapoor is angry with Nirbhaya verdict
author img

By

Published : Mar 3, 2020, 5:40 PM IST

মুম্বই : 1993 সালে ঋষি কাপুর অভিনীত একটি ছবি 'দামিনী'-র জনপ্রিয় সংলাপ 'তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ মিলতা হ্যায়, ইনসাফ নহিঁ মিলতা ।' নির্ভয়াকাণ্ডের ক্ষেত্রেও শুধুমাত্র তারিখের পর তারিখ মিলছে, তবে দোষীদের ফাঁসি হচ্ছে না । ক্ষোভ প্রকাশ করলেন ঋষি কাপুর ।

অভিনেতা টুইট করেছেন, "নির্ভয়া কেস, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, - 'দামিনী', রিডিকিউলাস ।"

  • Nirbhaya case. Tareekh pe tareekh,tareekh pe tareekh, tareekh pe tareekh- “Damini”. Ridiculous!

    — Rishi Kapoor (@chintskap) March 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'দামিনী' ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল । তাঁর মুখেই শোনা গেছিল এই সংলাপ । দিনের পর দিন এক মৃত ভিক্টিমকে ন্যায় পাইয়ে দিতে লড়াই করছেন আইনজীবী সানি । তবে ন্যায় পাওয়া তো দূরের কথা, শুধুমাত্র শুনানির তারিখই পাচ্ছেন তিনি । সেই নিয়ে বিরক্ত হয়ে সানি ওই সংলাপ বলেন কোর্টে দাঁড়িয়ে ।

Rishi Kapoor is angry with Nirbhaya verdict
দামিনী ছবির দৃশ্য, ছবি সৌজন্যে ইউটিউব

শুধু ঋষিই নন, নির্ভয়াকাণ্ডের দোষীদের শাস্তি দিতে এত দেরি হওয়ায় ক্ষুব্ধ সারা দেশের জনতা । একটা করে তারিখ নির্ধারিত হয়, আর দোষীরা মার্সি পিটিশন ফাইল করে আটকে দেয় ফাঁসি ।

কবে শেষ হবে এই নিরন্তর অপেক্ষা ? প্রশ্ন নির্ভয়ার বাবা-মায়ের । সুপ্রীম কোর্টের দিকে তাকিয়ে পুরো দেশ ।

মুম্বই : 1993 সালে ঋষি কাপুর অভিনীত একটি ছবি 'দামিনী'-র জনপ্রিয় সংলাপ 'তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ মিলতা হ্যায়, ইনসাফ নহিঁ মিলতা ।' নির্ভয়াকাণ্ডের ক্ষেত্রেও শুধুমাত্র তারিখের পর তারিখ মিলছে, তবে দোষীদের ফাঁসি হচ্ছে না । ক্ষোভ প্রকাশ করলেন ঋষি কাপুর ।

অভিনেতা টুইট করেছেন, "নির্ভয়া কেস, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, - 'দামিনী', রিডিকিউলাস ।"

  • Nirbhaya case. Tareekh pe tareekh,tareekh pe tareekh, tareekh pe tareekh- “Damini”. Ridiculous!

    — Rishi Kapoor (@chintskap) March 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'দামিনী' ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল । তাঁর মুখেই শোনা গেছিল এই সংলাপ । দিনের পর দিন এক মৃত ভিক্টিমকে ন্যায় পাইয়ে দিতে লড়াই করছেন আইনজীবী সানি । তবে ন্যায় পাওয়া তো দূরের কথা, শুধুমাত্র শুনানির তারিখই পাচ্ছেন তিনি । সেই নিয়ে বিরক্ত হয়ে সানি ওই সংলাপ বলেন কোর্টে দাঁড়িয়ে ।

Rishi Kapoor is angry with Nirbhaya verdict
দামিনী ছবির দৃশ্য, ছবি সৌজন্যে ইউটিউব

শুধু ঋষিই নন, নির্ভয়াকাণ্ডের দোষীদের শাস্তি দিতে এত দেরি হওয়ায় ক্ষুব্ধ সারা দেশের জনতা । একটা করে তারিখ নির্ধারিত হয়, আর দোষীরা মার্সি পিটিশন ফাইল করে আটকে দেয় ফাঁসি ।

কবে শেষ হবে এই নিরন্তর অপেক্ষা ? প্রশ্ন নির্ভয়ার বাবা-মায়ের । সুপ্রীম কোর্টের দিকে তাকিয়ে পুরো দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.