ETV Bharat / sitara

নগ্ন শরীরে গণেশের লকেট, রিয়ানার ছবি দেখে ক্ষোভে ফেটে পড়ল নেটিজেনরা - রিহানার খবর

নগ্ন শরীর, গলায় ঝুলছে একটা লম্বা নেকলেস, আর সেই নেকলেসে বেশ বড় একটি লকেট । ভালো করে দেখলে বোঝা যাবে যে, লকেটটি আসলে একটা গণেশের মূর্তি । রিয়ানার এমন ছবি দেখে তুঙ্গে উঠল বিতর্ক ।

Rihanna wearing ganesh pendant nude
Rihanna wearing ganesh pendant nude
author img

By

Published : Feb 16, 2021, 7:44 PM IST

Updated : Feb 16, 2021, 8:22 PM IST

হায়দারাবাদ : কৃষক আন্দোলনকে সমর্থন করে দেশবাসীর চক্ষুশূল হয়েছেন রিয়ানা । আর এবার তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠল । এই বিষয়টি নিয়ে আরও বেশি স্পর্শকাতর হয়ে উঠল নেটদুনিয়া ।

সিল্কের শর্টস পরে একটি ছবি পোস্ট করেছেন রিয়ানা । পরনে তাঁর আর কিছু নেই । অলংকার হিসেবে পরেছেন অনেক কিছু । তবে সবচেয়ে নজর কাড়া একটি লম্বা নেকলেস ।

এই অবধি ঠিক ছিল । তবে নেকলেসে ঝোলা লকেটটি ভালো করে দেখলে বোঝা যাবে যে,সেটি আসলে একটা গণেশের মূর্তি । নগ্ন শরীরে গণেশের মূর্তি ঝুলিয়ে কী প্রমাণ করতে চাইছেন পপ-তারকা ? প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

অনেকের দাবি যে ইচ্ছেকৃতভাবে হিন্দু ধর্মকে প্রপ হিসেবে ব্যবহার করে অপমান করতে চেয়েছেন রিয়ানা । কেউ আবার বলেছেন, কৃষকদের নিয়ে এত দরদ, আর ধর্মকে এত অসম্মান ? পুরোটাই রিয়ানার পাবলিসিটি স্টান্ট বলে কটাক্ষ করেছেন তারা ।

হায়দারাবাদ : কৃষক আন্দোলনকে সমর্থন করে দেশবাসীর চক্ষুশূল হয়েছেন রিয়ানা । আর এবার তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠল । এই বিষয়টি নিয়ে আরও বেশি স্পর্শকাতর হয়ে উঠল নেটদুনিয়া ।

সিল্কের শর্টস পরে একটি ছবি পোস্ট করেছেন রিয়ানা । পরনে তাঁর আর কিছু নেই । অলংকার হিসেবে পরেছেন অনেক কিছু । তবে সবচেয়ে নজর কাড়া একটি লম্বা নেকলেস ।

এই অবধি ঠিক ছিল । তবে নেকলেসে ঝোলা লকেটটি ভালো করে দেখলে বোঝা যাবে যে,সেটি আসলে একটা গণেশের মূর্তি । নগ্ন শরীরে গণেশের মূর্তি ঝুলিয়ে কী প্রমাণ করতে চাইছেন পপ-তারকা ? প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

অনেকের দাবি যে ইচ্ছেকৃতভাবে হিন্দু ধর্মকে প্রপ হিসেবে ব্যবহার করে অপমান করতে চেয়েছেন রিয়ানা । কেউ আবার বলেছেন, কৃষকদের নিয়ে এত দরদ, আর ধর্মকে এত অসম্মান ? পুরোটাই রিয়ানার পাবলিসিটি স্টান্ট বলে কটাক্ষ করেছেন তারা ।

Last Updated : Feb 16, 2021, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.