ETV Bharat / sitara

ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হন রিচা - casting couch

'ডিনার' শব্দটির যে অন্য অর্থ হতে পারে তা ক্যারিয়ারের শুরুর দিকে জানতেন না রিচা । 'ডিনার' বলতে রাতের খাওয়াকেই বুঝতেন তিনি । কিন্তু, তার মধ্যে যে এক বিছানায় রাত কাটানোর একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে তা তাঁর বোধগম্য হয়নি প্রথমদিকে ।

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 10:18 PM IST

মুম্বই : অভিনয় জগতে কাস্টিং কাউচের শিকার হয়েছেন অনেকেই । তা নিয়ে মুখ খুলেছেন অনেক অভিনেত্রী । ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছে রিচা চাড্ডাকেও । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি ।

'ডিনার' শব্দটির যে অন্য অর্থ হতে পারে তা ক্যারিয়ারের শুরুর দিকে জানতেন না রিচা । 'ডিনার' বলতে রাতের খাওয়াকেই বুঝতেন তিনি । কিন্তু, তার মধ্যে যে এক বিছানায় রাত কাটানোর একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে তা তাঁর বোধগম্য হয়নি প্রথমদিকে ।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "রাত সাড়ে ১০টা কী ১১টা হবে । এক পরিচিত কাকার সঙ্গে একটি অনুষ্ঠানে আমার দেখা হয় । উনি তখন ঘরের মধ্যে ছিলেন । আমাকে তাঁর সঙ্গে ডিনার করতে বলেন । আমি বলি খাওয়া হয়ে গেছে । এমনকী, কী কী খেয়েছি সেই লিস্টও তাঁকে শুনিয়ে দিই । কিন্তু, তিনি ফের আমাকে একই প্রশ্ন করতে থাকেন । আমিও একই কথআ বলি । এরপর আমার হাত চেপে ধরে তিনি ফের ডিনারের কথা জিজ্ঞাসা করেন । তখনও আমি বুঝতে পারিনি ।"

কেটে গেছে বেশ কয়েকটি বছর । ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিচা এখন বেশ পরিচিত মুখ । কিন্তু, কাস্টিং কাউচ এখনও তাঁর পিছু ছাড়েনি । এখনও কিছু সময় তাঁকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় । তিনি বলেন, "প্রতিনিয়তই আমাদের এই খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় । যার কোনও দরকারই নেই ।"

মুম্বই : অভিনয় জগতে কাস্টিং কাউচের শিকার হয়েছেন অনেকেই । তা নিয়ে মুখ খুলেছেন অনেক অভিনেত্রী । ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছে রিচা চাড্ডাকেও । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি ।

'ডিনার' শব্দটির যে অন্য অর্থ হতে পারে তা ক্যারিয়ারের শুরুর দিকে জানতেন না রিচা । 'ডিনার' বলতে রাতের খাওয়াকেই বুঝতেন তিনি । কিন্তু, তার মধ্যে যে এক বিছানায় রাত কাটানোর একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে তা তাঁর বোধগম্য হয়নি প্রথমদিকে ।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "রাত সাড়ে ১০টা কী ১১টা হবে । এক পরিচিত কাকার সঙ্গে একটি অনুষ্ঠানে আমার দেখা হয় । উনি তখন ঘরের মধ্যে ছিলেন । আমাকে তাঁর সঙ্গে ডিনার করতে বলেন । আমি বলি খাওয়া হয়ে গেছে । এমনকী, কী কী খেয়েছি সেই লিস্টও তাঁকে শুনিয়ে দিই । কিন্তু, তিনি ফের আমাকে একই প্রশ্ন করতে থাকেন । আমিও একই কথআ বলি । এরপর আমার হাত চেপে ধরে তিনি ফের ডিনারের কথা জিজ্ঞাসা করেন । তখনও আমি বুঝতে পারিনি ।"

কেটে গেছে বেশ কয়েকটি বছর । ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিচা এখন বেশ পরিচিত মুখ । কিন্তু, কাস্টিং কাউচ এখনও তাঁর পিছু ছাড়েনি । এখনও কিছু সময় তাঁকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় । তিনি বলেন, "প্রতিনিয়তই আমাদের এই খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় । যার কোনও দরকারই নেই ।"

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.