ETV Bharat / sitara

বেতন পাচ্ছেন না দিল্লির ডাক্তাররা, সরব রিচা - রিচা চড্ডার খবর

কোরোনা মোকাবিলায় যেখানে ডাক্তাররা প্রতিদিন নিজেদের জীবনকে তুচ্ছ করে রোগীকে সুস্থ করে তুলছেন, সেখন তাঁদের বেতন না দেওয়াটা অমানবিক । বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন রিচা চড্ডা ।

Richa chadda on delhi doctors
Richa chadda on delhi doctors
author img

By

Published : Jun 11, 2020, 2:23 PM IST

মুম্বই : দিল্লির কস্তুরবা হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে লেখা একটা চিঠি ভাইরাল সোশাল মিডিয়ায় । তিন মাস ধরে সেই ডাক্তারদের বেতন না পাওয়ার কথা বলা রয়েছে চিঠিটিতে । সেই চিঠি নিজের ওয়ালে শেয়ার করে সরব হলেন রিচা চড্ডা ।

রিচা প্রশ্ন তুললেন, "আমাদের জীবনের জীবদ্দশায় দেখা সবথেকে ভয়াবহ অতিমারীতে কেন ডাক্তারদের বেতন দেওয়া হচ্ছে না ?" বিভিন্ন সামাজিক ইশুতেই স্পষ্ট কথা বলেন রিচা । এবারও তার ব্যতিক্রম হল না ।

দেখে নিন তাঁর টুইট...

কোরোনা মোকাবিলায় যথাসাধ্য সাহায্য করেছেন রিচা । নিকটবর্তী গুরুদ্বারে পৌঁছে দিয়েছেন রেশন । নিজের কর্মচারীদের কোরোনা নিয়ে সচেতন করতে তৈরি করেছেন সহজ ভিডিয়ো । এছাড়াও প্রতিদিন তাঁর কোনও না কোনও অনুদান পৌঁছে যাচ্ছে অসহায়দের কাছে ।

মুম্বই : দিল্লির কস্তুরবা হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে লেখা একটা চিঠি ভাইরাল সোশাল মিডিয়ায় । তিন মাস ধরে সেই ডাক্তারদের বেতন না পাওয়ার কথা বলা রয়েছে চিঠিটিতে । সেই চিঠি নিজের ওয়ালে শেয়ার করে সরব হলেন রিচা চড্ডা ।

রিচা প্রশ্ন তুললেন, "আমাদের জীবনের জীবদ্দশায় দেখা সবথেকে ভয়াবহ অতিমারীতে কেন ডাক্তারদের বেতন দেওয়া হচ্ছে না ?" বিভিন্ন সামাজিক ইশুতেই স্পষ্ট কথা বলেন রিচা । এবারও তার ব্যতিক্রম হল না ।

দেখে নিন তাঁর টুইট...

কোরোনা মোকাবিলায় যথাসাধ্য সাহায্য করেছেন রিচা । নিকটবর্তী গুরুদ্বারে পৌঁছে দিয়েছেন রেশন । নিজের কর্মচারীদের কোরোনা নিয়ে সচেতন করতে তৈরি করেছেন সহজ ভিডিয়ো । এছাড়াও প্রতিদিন তাঁর কোনও না কোনও অনুদান পৌঁছে যাচ্ছে অসহায়দের কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.