মুম্বই : সোশাল মিডিয়া এখন মানুষের জীবনে একটা মস্ত বড় অভ্যেস। কিছু দেখার থাক বা না থাক, আমরা সোশাল মিডিয়ার পাতায় চোখ বোলাতেই থাকি। মোবাইল বা ল্যাপটপের পরদায় স্ক্রল করতে বাকি থেকে যায় অনেক কাজ। হয়তো মাথাতেই থাকে না কী দেখছি, কিন্তু সময়টা বেরিয়ে যায় জলের মতো। এভাবে জলের মতো সময় নষ্ট করতে নারাজ রিচা। তাই বিদায় নিলেন সোশাল মিডিয়া থেকে।
রিচা তাঁর ইনস্টাগ্রাম আর টুইটার দুই অ্যাকাউন্টেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "গতকাল একটা অ্যাপের মাধ্যমে আমি জানতে পেরেছি যে, দিনের মধ্যে ৫ ঘণ্টা সময় কোনও কারণ ছাড়া স্ক্রল করতে করতে কেটে গেছে আমার।"
আর এই সময়টা নষ্ট করার মতো সময় নেই রিচার। তিনি লিখেছেন, "আমার একটা ডেডলাইন আছে। কাজ বাকি পড়ে আছে। আর তাই আমায় অনেক ফোকাস করতে হবে। সবাইকে বিদায়, পরে দেখা হবে।"
পোস্ট করা সেই ভিডিয়োতেও একই বক্তব্য রেখেছেন রিচা। দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">