ETV Bharat / sitara

1 বছরে মহেশ ভাটের সঙ্গে ফোনে 16 বার কথা হয় রিয়া - rhea spoke to Mahesh Bhatt

পরিচালক মহেশ ভাটকে 'মেন্টর' বলে মানতেন রিয়া । যদিও এই এক বছরে মহেশের সঙ্গে মাত্র 16 বার কথা হয় তাঁর । এছাড়া আদিত্য রয় কাপুরের সঙ্গে 23 বার কথা হয় অভিনেত্রীর ।

োে্
োে্
author img

By

Published : Aug 7, 2020, 11:03 PM IST

Updated : Aug 8, 2020, 2:28 AM IST

মুম্বই : সামনে এসেছে রিয়া চক্রবর্তীর গত এক বছরের কল রেকর্ড । পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর । এছাড়াও বলিউডের অন্য ব্যক্তিত্ব যেমন মহেশ ভাট, সুশান্ত সিং রাজপুত ও প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানির সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর ।

সুশান্তের মৃত্যুতে আজ ED দপ্তরে হাজিরা দেন রিয়া, তাঁর ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন বিজ়নেস ম্যানেজার শ্রুতি মোদি । তাঁদের আর্থিক লেনদেন সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে ।

এছাড়াও সামনে এসেছে রিয়ার এক বছরের কল রেকর্ড । সেখান থেকে জানা গিয়েছে, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে 1 হাজার 192 বার, ভাইকে 1 হাজার 69 বার ও সুশান্তকে শুধুমাত্র 145 বার ফোন করেছিলেন রিয়া । তবে সুশান্তের পরিচারক স্যামুয়েল মিরান্ডার সঙ্গে 287 বার কথা হয়েছে অভিনেত্রীর ।

পরিচালক মহেশ ভাটকে 'মেন্টর' বলে মানতেন রিয়া । যদিও এই এক বছরে মহেশের সঙ্গে মাত্র 16 বার কথা হয় তাঁর । এছাড়া আদিত্য রয় কাপুরের সঙ্গে 23 বার কথা হয় অভিনেত্রীর ।

সব থেকে বড় বিষয় হল গত জুন-জুলাই মাসে মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ত্রিমুখেকে 4 বার ফোন করার পাশাপাশি একটি মেসেজও করেন রিয়া । সুশান্তের মৃত্যু মামলার তদন্ত করছিলেন এই অফিসার ।

মুম্বই : সামনে এসেছে রিয়া চক্রবর্তীর গত এক বছরের কল রেকর্ড । পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর । এছাড়াও বলিউডের অন্য ব্যক্তিত্ব যেমন মহেশ ভাট, সুশান্ত সিং রাজপুত ও প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানির সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর ।

সুশান্তের মৃত্যুতে আজ ED দপ্তরে হাজিরা দেন রিয়া, তাঁর ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন বিজ়নেস ম্যানেজার শ্রুতি মোদি । তাঁদের আর্থিক লেনদেন সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে ।

এছাড়াও সামনে এসেছে রিয়ার এক বছরের কল রেকর্ড । সেখান থেকে জানা গিয়েছে, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে 1 হাজার 192 বার, ভাইকে 1 হাজার 69 বার ও সুশান্তকে শুধুমাত্র 145 বার ফোন করেছিলেন রিয়া । তবে সুশান্তের পরিচারক স্যামুয়েল মিরান্ডার সঙ্গে 287 বার কথা হয়েছে অভিনেত্রীর ।

পরিচালক মহেশ ভাটকে 'মেন্টর' বলে মানতেন রিয়া । যদিও এই এক বছরে মহেশের সঙ্গে মাত্র 16 বার কথা হয় তাঁর । এছাড়া আদিত্য রয় কাপুরের সঙ্গে 23 বার কথা হয় অভিনেত্রীর ।

সব থেকে বড় বিষয় হল গত জুন-জুলাই মাসে মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ত্রিমুখেকে 4 বার ফোন করার পাশাপাশি একটি মেসেজও করেন রিয়া । সুশান্তের মৃত্যু মামলার তদন্ত করছিলেন এই অফিসার ।

Last Updated : Aug 8, 2020, 2:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.