ETV Bharat / sitara

স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন, পুরোনো জিমে রিয়া-শৌভিক - রিয়া চক্রবর্তীর খবর

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যে জিমে যেতেন, সেই জিমেই গেলেন রিয়া চক্রবর্তী । সঙ্গে ভাই শৌভিক চক্রবর্তী ।

Rhea chakrabarty back to old gym
Rhea chakrabarty back to old gym
author img

By

Published : Feb 1, 2021, 6:18 PM IST

মুম্বই : একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী । পুরোনো জীবনের সঙ্গে ফের আলাপ-পরিচয় শুরু হয়েছে তাঁর । প্রয়াত বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যেই জিমে যেতেন আজ রিয়াকে সেই জিমেই দেখা গেল আবার ।

চাইলে অন্য জিমে যেতে পারতেন, তবে পুরোনো জিমকেই বেছে নিলেন রিয়া । এর অর্থ এটাই দাঁড়ায় যে, 2020 সালের ট্রমা আস্তে আস্তে কাটিয়ে উঠছেন তিনি । যা কিছু পুরোনো, সেই সবকিছুকে বর্জন করছেন না অভিনেত্রী ।

জেল থেকে ছাড়া পাওয়ার পর যতবার রিয়া আর শৌভিককে স্পট করা গেছে, প্রতিবারই তাঁরা মিডিয়াকে এড়িয়ে গেছেন । বিরক্ত হয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছেন । তবে আজ ভাই-বোন দু'জনেই হালকাভাবে নিলেন মিডিয়ার উপস্থিতি ।

শৌভিক তো থাম্বস-আপ দেখালেন এক পাপারাৎজ়িকে দেখে । রিয়া গাড়িতে উঠলেন 'এক্সকিউজ় মি' বলে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই দুর্ঘটনার পুরো দায় চাপিয়ে দেওয়া হয় রিয়া চক্রবর্তীর উপর । সুপ্রিম কোর্টের আগে সোশাল মিডিয়ার নীতি আদালতই শুনিয়ে দেয় বিচার ।

সুশান্তকে ব্যবহার করে ক্য়ারিয়ার তৈরি করা, সুশান্তের টাকা আত্মসাৎ করা, সুশান্তকে গাঁজা খাইয়ে আচ্ছন্ন করে রাখা....এমন অসংখ্য অভিযোগে দায়ি করা রিয়াকে । তবে এতদিন হয়ে গেল, এখনও অবধি কোনও অভিযোগের কোনও প্রমাণ পায়নি তদন্তকারী সিবিআই ।

মুম্বই : একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী । পুরোনো জীবনের সঙ্গে ফের আলাপ-পরিচয় শুরু হয়েছে তাঁর । প্রয়াত বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যেই জিমে যেতেন আজ রিয়াকে সেই জিমেই দেখা গেল আবার ।

চাইলে অন্য জিমে যেতে পারতেন, তবে পুরোনো জিমকেই বেছে নিলেন রিয়া । এর অর্থ এটাই দাঁড়ায় যে, 2020 সালের ট্রমা আস্তে আস্তে কাটিয়ে উঠছেন তিনি । যা কিছু পুরোনো, সেই সবকিছুকে বর্জন করছেন না অভিনেত্রী ।

জেল থেকে ছাড়া পাওয়ার পর যতবার রিয়া আর শৌভিককে স্পট করা গেছে, প্রতিবারই তাঁরা মিডিয়াকে এড়িয়ে গেছেন । বিরক্ত হয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছেন । তবে আজ ভাই-বোন দু'জনেই হালকাভাবে নিলেন মিডিয়ার উপস্থিতি ।

শৌভিক তো থাম্বস-আপ দেখালেন এক পাপারাৎজ়িকে দেখে । রিয়া গাড়িতে উঠলেন 'এক্সকিউজ় মি' বলে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই দুর্ঘটনার পুরো দায় চাপিয়ে দেওয়া হয় রিয়া চক্রবর্তীর উপর । সুপ্রিম কোর্টের আগে সোশাল মিডিয়ার নীতি আদালতই শুনিয়ে দেয় বিচার ।

সুশান্তকে ব্যবহার করে ক্য়ারিয়ার তৈরি করা, সুশান্তের টাকা আত্মসাৎ করা, সুশান্তকে গাঁজা খাইয়ে আচ্ছন্ন করে রাখা....এমন অসংখ্য অভিযোগে দায়ি করা রিয়াকে । তবে এতদিন হয়ে গেল, এখনও অবধি কোনও অভিযোগের কোনও প্রমাণ পায়নি তদন্তকারী সিবিআই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.