ETV Bharat / sitara

সুশান্তের অ্যাকাউন্ট দেখাশোনা করতেন রিয়া, তদন্তকারীদের জানান শ্রুতি - Rhea handled financial accounts

সূত্রের খবর, সুশান্তের অ্যাকাউন্ট রিয়া চক্রবর্তী দেখা শোনা করতেন বলে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানান শ্রুতি । প্রয়াত অভিনেতার টাকাপয়সা সংক্রান্ত যাবতীয় বিষয়ের খেয়াল রাখতেন অভিনেত্রী ।

োে্
োে্
author img

By

Published : Sep 1, 2020, 1:28 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় গতকাল প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করে CBI । সুশান্তের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল শ্রুতিকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, সুশান্তের অ্যাকাউন্ট রিয়া চক্রবর্তী দেখাশোনা করতেন বলে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানান শ্রুতি । এমনকী, প্রয়াত অভিনেতার টাকাপয়সা সংক্রান্ত যাবতীয় বিষয়ের খেয়াল রাখতেন রিয়া ।

এছাড়া শোনা গিয়েছিল, সুশান্তকে নাকি ওষুধ খাওয়াতেন শ্রুতিও । যদিও জিজ্ঞাসাবাদের সময় সেই বিষয়টি অস্বীকার করেন তিনি । জানান, সুশান্তকে কোনও ওষুধই তিনি খাওয়াননি । তাঁর বক্তব্য, শুধুমাত্র সুশান্তের নামে যে পার্সেল আসত সেটাই পৌঁছে দিতেন তিনি ।

এর পাশাপাশি শ্রুতির আইনজীবী অশোক সারাওগি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "রিয়া আসার পর থেকে সুশান্ত মাদক নিতেন এ কথা ভুল । সুশান্তকে খুব কাছ থেকে দেখেছেন শ্রুতি । সুশান্তের প্রাক্তন দেহরক্ষী এবং চালক সোহেল সাগরই তাঁকে মাদকের সন্ধান দিতেন । রিয়ার সঙ্গে সম্পর্কের আগে থেকেই । সোহেল এবং তাঁর দুই বন্ধু আয়ুশ আর আনন্দীর সঙ্গে নিজের বাড়িতেই মাদক সেবন করতেন সুশান্ত । তাঁর বাড়িতে মাঝেমধ্যেই পার্টির আয়োজন করা হত যেখানে উপস্থিত থাকতেন সুশান্তের দিদিরাও ।"

গতকাল প্রথমবার শ্রুতিকে জিজ্ঞাসাবাদ করে CBI । এছাড়া রিয়া ও তাঁর ভাই সৌভিক এবং সুশান্তের দিদি মিতু সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয় । প্রায় 9 ঘণ্টা গতকাল রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

আজ রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে তলব করেছে CBI । পাশাপাশি দিল্লিতে আজ সুশান্তের বাবার সঙ্গে দেখা করবেন তদন্তকারীরা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় গতকাল প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করে CBI । সুশান্তের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল শ্রুতিকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, সুশান্তের অ্যাকাউন্ট রিয়া চক্রবর্তী দেখাশোনা করতেন বলে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানান শ্রুতি । এমনকী, প্রয়াত অভিনেতার টাকাপয়সা সংক্রান্ত যাবতীয় বিষয়ের খেয়াল রাখতেন রিয়া ।

এছাড়া শোনা গিয়েছিল, সুশান্তকে নাকি ওষুধ খাওয়াতেন শ্রুতিও । যদিও জিজ্ঞাসাবাদের সময় সেই বিষয়টি অস্বীকার করেন তিনি । জানান, সুশান্তকে কোনও ওষুধই তিনি খাওয়াননি । তাঁর বক্তব্য, শুধুমাত্র সুশান্তের নামে যে পার্সেল আসত সেটাই পৌঁছে দিতেন তিনি ।

এর পাশাপাশি শ্রুতির আইনজীবী অশোক সারাওগি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "রিয়া আসার পর থেকে সুশান্ত মাদক নিতেন এ কথা ভুল । সুশান্তকে খুব কাছ থেকে দেখেছেন শ্রুতি । সুশান্তের প্রাক্তন দেহরক্ষী এবং চালক সোহেল সাগরই তাঁকে মাদকের সন্ধান দিতেন । রিয়ার সঙ্গে সম্পর্কের আগে থেকেই । সোহেল এবং তাঁর দুই বন্ধু আয়ুশ আর আনন্দীর সঙ্গে নিজের বাড়িতেই মাদক সেবন করতেন সুশান্ত । তাঁর বাড়িতে মাঝেমধ্যেই পার্টির আয়োজন করা হত যেখানে উপস্থিত থাকতেন সুশান্তের দিদিরাও ।"

গতকাল প্রথমবার শ্রুতিকে জিজ্ঞাসাবাদ করে CBI । এছাড়া রিয়া ও তাঁর ভাই সৌভিক এবং সুশান্তের দিদি মিতু সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয় । প্রায় 9 ঘণ্টা গতকাল রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

আজ রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে তলব করেছে CBI । পাশাপাশি দিল্লিতে আজ সুশান্তের বাবার সঙ্গে দেখা করবেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.