ETV Bharat / sitara

জামিনের আবেদনে তাড়াহুড়ো নয়, জানালেন রিয়া ও সৌভিকের আইনজীবী - rhea bail application

তাড়াহুড়ো করে জামিনের আবেদন করতে চান না রিয়া ও সৌভিক । আজ একথা জানান তাঁদের আইনজীবী সতীশ মানশিন্দে ।

asd
asd
author img

By

Published : Sep 14, 2020, 6:23 PM IST

মুম্বই : বিশেষ আদালতের নির্দেশনামা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্দে । প্রয়োজনে রিয়া ও তাঁর ভাই সৌভিক জামিনের জন্য বোম্বে হাইকোর্টেও আবেদন করতে পারেন বলে জানিয়েছিলেন তিনি । তবে আজ তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, জামিনের জন্য তাড়াহুড়ো করে আবেদন করতে চান না রিয়া ও সৌভিক ।

তদন্তের সময় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর 4 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল দু'জন মাদক পাচারকারী জ়াইদ ভিলাত্রা ও আবদুল বসিতকে । আর সবশেষে 8 সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা । এই ছ'জন অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

যদিও পরে মাদক যোগের কথা অস্বীকার করেন রিয়া । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি । আর সেই দাবি জানিয়ে জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী । যদিও জামিনের আবেদন খারিজ করে রিয়াকে 14দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দিয়েছিল আদালত । এরপর 9 সেপ্টেম্বর বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী, তাঁর ভাই ও বাকি অভিযুক্তরা । এদিকে 11 সেপ্টেম্বর সেই আবেদন খারিজ করে দেয় বিশেষ আদালত ।

এরপর রিয়ার আইনজীবী বলেছিলেন, "NDPS বিশেষ আদালতের নির্দেশনামা হাতে পেলেই আগামী সপ্তাহে আমরা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হব কি না তা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব ।" যদিও এ প্রসঙ্গে আজ তিনি বলেন, "আজ যদি নির্দেশনামা আমরা হাতে পেয়ে যাই, তাহলেও আমাদের তাড়াহুড়োর কিছু নেই...সেই নির্দেশনামা ভালো করে পড়তে হবে । বিষয়গুলি নিয়ে সঠিকভাবে আলোচনা করতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব । আবেদন করার সঙ্গে সঙ্গেই তার একটা কপি আমরা শেয়ার করে দেব ।"

মুম্বই : বিশেষ আদালতের নির্দেশনামা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্দে । প্রয়োজনে রিয়া ও তাঁর ভাই সৌভিক জামিনের জন্য বোম্বে হাইকোর্টেও আবেদন করতে পারেন বলে জানিয়েছিলেন তিনি । তবে আজ তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, জামিনের জন্য তাড়াহুড়ো করে আবেদন করতে চান না রিয়া ও সৌভিক ।

তদন্তের সময় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর 4 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল দু'জন মাদক পাচারকারী জ়াইদ ভিলাত্রা ও আবদুল বসিতকে । আর সবশেষে 8 সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা । এই ছ'জন অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

যদিও পরে মাদক যোগের কথা অস্বীকার করেন রিয়া । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি । আর সেই দাবি জানিয়ে জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী । যদিও জামিনের আবেদন খারিজ করে রিয়াকে 14দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দিয়েছিল আদালত । এরপর 9 সেপ্টেম্বর বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী, তাঁর ভাই ও বাকি অভিযুক্তরা । এদিকে 11 সেপ্টেম্বর সেই আবেদন খারিজ করে দেয় বিশেষ আদালত ।

এরপর রিয়ার আইনজীবী বলেছিলেন, "NDPS বিশেষ আদালতের নির্দেশনামা হাতে পেলেই আগামী সপ্তাহে আমরা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হব কি না তা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব ।" যদিও এ প্রসঙ্গে আজ তিনি বলেন, "আজ যদি নির্দেশনামা আমরা হাতে পেয়ে যাই, তাহলেও আমাদের তাড়াহুড়োর কিছু নেই...সেই নির্দেশনামা ভালো করে পড়তে হবে । বিষয়গুলি নিয়ে সঠিকভাবে আলোচনা করতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব । আবেদন করার সঙ্গে সঙ্গেই তার একটা কপি আমরা শেয়ার করে দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.