মুম্বই : সুশান্তের সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন রিয়া চক্রবর্তী । হঠাৎ করেই সব যেন বদলে গেল এক লহমায় । আত্মহত্যা করলেন সুশান্ত । তাঁর মৃত্যুর জন্য দায়ি করা হল রিয়াকে । CBI, ED, NCB সমস্ত তদন্তকারী সংস্থাগুলোর চোখে রিয়াই মূল অভিযুক্ত । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন অভিনেত্রী ।
মর্গে এক মুহূর্তের জন্য মৃত সুশান্তকে দেখেছিলেন রিয়া । বললেন, "হয়তো তিন কি চার সেকেন্ড হবে । আমায় বাইরে অপেক্ষা করতে বলা হয়েছিল । মর্গ থেকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য দেখেছিলাম ওঁকে ।"
বলে চলেন রিয়া, "যখন ওঁকে ভ্যানে তোলা হচ্ছিল, আমি ওইটুকু সময়ের জন্য দেখতে পেয়েছিলাম ওঁকে । আমি বলেছিলাম, "আই অ্যাম সরি"...কারণ সুশান্ত ওঁর প্রাণ হারিয়েছে । আমি ওঁর পা ছুঁয়েছিলাম । কেন ছুঁয়েছিলাম সেটা যে কোনও ভারতীয় বুঝতে পারবেন ।"
সুশান্তের শেষকৃত্যে থাকতে চেয়েছিলেন রিয়া । তবে ইন্ডাস্ট্রির কিছু মানুষ তাঁকে না যাওয়ার পরামর্শ দেন । তাই শ্মশানে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী ।
তবুও সুশান্তকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন রিয়া । তাই তিনি পৌঁছেছিলেন কুপার হাসপাতালের মর্গে, যেখানে সুশান্তের পোস্টমর্টেম হয় । পরেরটা সবারই জানা ।