মুম্বই : নতুন হাওয়া সোশাল মিডিয়ায় । #JusticeforSSR -এর সঙ্গে এবার টুইটারে ট্রেন্ডিং #JusticeForRhea । বন্ধ হোক রিয়ার বিরুদ্ধে এই মিডিয়া ট্রায়াল, আবেদন নেটিজেনদের ।
কেউ লিখছেন, "সুশান্তের প্রেমিকা ছিলেন রিয়া । এই সমাজে সব দোষ তো প্রেমিকাদেরই হয়ে থাকে, তাই না ? রিয়া দোষী কি নির্দোষ তা আমরা বিচার করার কে ? আইন নিজের হাতে নেওয়ার অধিকার কে দিয়েছে আমাদের ?"
তো কেউ আবার সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির উদ্দেশে লিখেছেন, "@shwetasinghkirti, আপনি স্বজন হারিয়েছেন । তার জন্য আমরা দুঃখিত । তবে আমরা CBI রেজ়াল্টের অপেক্ষায় আছি । এতদিন অবধি আপনার তোলা অভিযোগ আমরা শুনে এসেছি । তবে এই প্রথম রিয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন, আপনার তাতে কোনও সমস্যা থাকার কথা নয় ।"
কেউ আবার সাক্ষাৎকারটি দেখার পর বুঝতে পেরেছেন রিয়া একজন ভালো মনের মানুষ । রায় আসার আগেই রিয়াকে গ্রেপ্তারের আবেদন করা একেবারেই ঠিক নয়, দাবি তাঁদের ।
তবে বিরূপ মন্তব্যও রয়েছে । আর তার সংখ্যাটাই বেশি । তাদের কাছে রিয়ার সাক্ষাৎকার একটা 'পাবলিসিটি স্টান্ট' ছাড়া কিছু না । তৈরি হচ্ছে অসংখ্য মিমও ।