মুম্বই : সংবাদমাধ্যমের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন রিয়া চক্রবর্তী । তাঁর আবাসনের মধ্যে সারাক্ষণ ভিড় করে থাকছে সংবাদমাধ্যম । বাড়ি থেকে কেউ বের হলেই তাঁকে ঘিরে ধরা হচ্ছে । তাই পুলিশের কাছে রিয়ার আবেদন, সংবাদমাধ্যমকে বলে দেওয়া হোক যেন তাঁর বা পরিবারের কারও রাস্তা আটকানো না হয় ।
19 অগাস্ট সুপ্রিম কোর্টের তরফে সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার তুলে দেওয়া হয় CBI-এর হাতে । অন্যদিকে আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ED । এর জন্য প্রায় রোজই কোনও না কোনও তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হচ্ছে রিয়া ও তাঁর পরিবারের সদস্যদের । আর সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি । প্রায় ঘিরে ধরা হচ্ছে তাঁকে ও পরিবারের সদস্যদের । এতে খুবই বিরক্ত রিয়া । স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছেন না তাঁরা ।
গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রিয়া । ভিডিয়োতে দেখা যাচ্ছে বাড়ির গেট দিয়ে ঢোকার সময় তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে ঘিরে ধরেন সাংবাদিকরা । সেই ভিড় ঠেলে কোনওরকমে নিজের বাড়িতে ঢোকেন তিনি ।
ভিডিয়োর ক্যাপশনে রিয়া লেখেন, “এই ভিডিয়োটা আমার আবাসন চত্ত্বরের । ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি আমার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী (অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক)। আমরা ED, CBI এবং অন্য তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার জন্য বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছি । কিন্তু, আমার এবং আমার পরিবারের মানুষের জীবনের জন্য এটা একটা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে । আমরা স্থানীয় থানায় সাহায্যের জন্য গিয়েছি । কিন্তু কোনও সাহায্য পাইনি । তদন্তকারী সংস্থাগুলিকেও এ বিষয়ে বলেছিলাম কিন্তু কোনও লাভ হয়নি ।”
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মুম্বই পুলিশকে ট্যাগ করে এই পোস্টে রিয়া লেখেন, “মুম্বই পুলিশের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি, যাতে আমরা তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করতে পারি ।"
আরও পড়ুুন : পাপারাৎজ়িকে মেরেই দিতেন রিয়া, বাঁচিয়ে দিল গাড়ির কাচটা
এরই মধ্যে 28 অগাস্ট প্রথমবার CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রিয়া । বাড়ি থেকে DRDO-র অতিথিশালা যেখানে CBI-এর তদন্তকারীরা রয়েছে সেই পর্যন্ত রিয়ার পিছু নেয় সংবাদমাধ্যমও । আর এতেই বিরক্ত হয়ে যান তিনি । DRDO-র গেটে ঢোকার সময় গাড়ির মধ্যে বসেছিলেন রিয়া । সেই সময় তাঁর ছবি তুলতে যান এক সাংবাদিক । আর তখনই মেজাজ হারান অভিনেত্রী । কনুই দিয়ে কাঁচের মধ্যে আঘাত করেন । এরপর বাধ্য হয়ে গতকাল সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ।