ETV Bharat / sitara

সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ দায়ের রিয়ার - Rhea complaint against media

সংবাদমাধ্যমের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন রিয়া চক্রবর্তী । পুলিশের কাছে রিয়ার আবেদন, সংবাদমাধ্যমকে বলে দেওয়া হোক যেন তাঁর বা পরিবারের কারও রাস্তা আটকানো না হয় ।

sdf
sdf
author img

By

Published : Sep 1, 2020, 8:21 AM IST

মুম্বই : সংবাদমাধ্যমের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন রিয়া চক্রবর্তী । তাঁর আবাসনের মধ্যে সারাক্ষণ ভিড় করে থাকছে সংবাদমাধ্যম । বাড়ি থেকে কেউ বের হলেই তাঁকে ঘিরে ধরা হচ্ছে । তাই পুলিশের কাছে রিয়ার আবেদন, সংবাদমাধ্যমকে বলে দেওয়া হোক যেন তাঁর বা পরিবারের কারও রাস্তা আটকানো না হয় ।

19 অগাস্ট সুপ্রিম কোর্টের তরফে সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার তুলে দেওয়া হয় CBI-এর হাতে । অন্যদিকে আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ED । এর জন্য প্রায় রোজই কোনও না কোনও তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হচ্ছে রিয়া ও তাঁর পরিবারের সদস্যদের । আর সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি । প্রায় ঘিরে ধরা হচ্ছে তাঁকে ও পরিবারের সদস্যদের । এতে খুবই বিরক্ত রিয়া । স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছেন না তাঁরা ।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রিয়া । ভিডিয়োতে দেখা যাচ্ছে বাড়ির গেট দিয়ে ঢোকার সময় তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে ঘিরে ধরেন সাংবাদিকরা । সেই ভিড় ঠেলে কোনওরকমে নিজের বাড়িতে ঢোকেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে রিয়া লেখেন, “এই ভিডিয়োটা আমার আবাসন চত্ত্বরের । ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি আমার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী (অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক)। আমরা ED, CBI এবং অন্য তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার জন্য বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছি । কিন্তু, আমার এবং আমার পরিবারের মানুষের জীবনের জন্য এটা একটা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে । আমরা স্থানীয় থানায় সাহায্যের জন্য গিয়েছি । কিন্তু কোনও সাহায্য পাইনি । তদন্তকারী সংস্থাগুলিকেও এ বিষয়ে বলেছিলাম কিন্তু কোনও লাভ হয়নি ।”

মুম্বই পুলিশকে ট্যাগ করে এই পোস্টে রিয়া লেখেন, “মুম্বই পুলিশের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি, যাতে আমরা তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করতে পারি ।"

আরও পড়ুুন : পাপারাৎজ়িকে মেরেই দিতেন রিয়া, বাঁচিয়ে দিল গাড়ির কাচটা

এরই মধ্যে 28 অগাস্ট প্রথমবার CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রিয়া । বাড়ি থেকে DRDO-র অতিথিশালা যেখানে CBI-এর তদন্তকারীরা রয়েছে সেই পর্যন্ত রিয়ার পিছু নেয় সংবাদমাধ্যমও । আর এতেই বিরক্ত হয়ে যান তিনি । DRDO-র গেটে ঢোকার সময় গাড়ির মধ্যে বসেছিলেন রিয়া । সেই সময় তাঁর ছবি তুলতে যান এক সাংবাদিক । আর তখনই মেজাজ হারান অভিনেত্রী । কনুই দিয়ে কাঁচের মধ্যে আঘাত করেন । এরপর বাধ্য হয়ে গতকাল সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ।

মুম্বই : সংবাদমাধ্যমের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন রিয়া চক্রবর্তী । তাঁর আবাসনের মধ্যে সারাক্ষণ ভিড় করে থাকছে সংবাদমাধ্যম । বাড়ি থেকে কেউ বের হলেই তাঁকে ঘিরে ধরা হচ্ছে । তাই পুলিশের কাছে রিয়ার আবেদন, সংবাদমাধ্যমকে বলে দেওয়া হোক যেন তাঁর বা পরিবারের কারও রাস্তা আটকানো না হয় ।

19 অগাস্ট সুপ্রিম কোর্টের তরফে সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার তুলে দেওয়া হয় CBI-এর হাতে । অন্যদিকে আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ED । এর জন্য প্রায় রোজই কোনও না কোনও তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হচ্ছে রিয়া ও তাঁর পরিবারের সদস্যদের । আর সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি । প্রায় ঘিরে ধরা হচ্ছে তাঁকে ও পরিবারের সদস্যদের । এতে খুবই বিরক্ত রিয়া । স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছেন না তাঁরা ।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রিয়া । ভিডিয়োতে দেখা যাচ্ছে বাড়ির গেট দিয়ে ঢোকার সময় তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে ঘিরে ধরেন সাংবাদিকরা । সেই ভিড় ঠেলে কোনওরকমে নিজের বাড়িতে ঢোকেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে রিয়া লেখেন, “এই ভিডিয়োটা আমার আবাসন চত্ত্বরের । ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি আমার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী (অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক)। আমরা ED, CBI এবং অন্য তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার জন্য বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছি । কিন্তু, আমার এবং আমার পরিবারের মানুষের জীবনের জন্য এটা একটা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে । আমরা স্থানীয় থানায় সাহায্যের জন্য গিয়েছি । কিন্তু কোনও সাহায্য পাইনি । তদন্তকারী সংস্থাগুলিকেও এ বিষয়ে বলেছিলাম কিন্তু কোনও লাভ হয়নি ।”

মুম্বই পুলিশকে ট্যাগ করে এই পোস্টে রিয়া লেখেন, “মুম্বই পুলিশের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি, যাতে আমরা তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করতে পারি ।"

আরও পড়ুুন : পাপারাৎজ়িকে মেরেই দিতেন রিয়া, বাঁচিয়ে দিল গাড়ির কাচটা

এরই মধ্যে 28 অগাস্ট প্রথমবার CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রিয়া । বাড়ি থেকে DRDO-র অতিথিশালা যেখানে CBI-এর তদন্তকারীরা রয়েছে সেই পর্যন্ত রিয়ার পিছু নেয় সংবাদমাধ্যমও । আর এতেই বিরক্ত হয়ে যান তিনি । DRDO-র গেটে ঢোকার সময় গাড়ির মধ্যে বসেছিলেন রিয়া । সেই সময় তাঁর ছবি তুলতে যান এক সাংবাদিক । আর তখনই মেজাজ হারান অভিনেত্রী । কনুই দিয়ে কাঁচের মধ্যে আঘাত করেন । এরপর বাধ্য হয়ে গতকাল সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.