ETV Bharat / sitara

আজ 9 ঘণ্টা রিয়াকে জেরা CBI-এর - Rhea went for questioned

সুশান্তের মৃত্যু মামলায় আজ ফের রিয়া চক্রবর্তীকে তলব করে CBI । তলব পেয়ে সকাল 10টা নাগাদ ভাইয়ের সঙ্গে মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে হাজিরা দেন অভিনেত্রী । টানা 9 ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ।

ad
df
author img

By

Published : Aug 30, 2020, 12:37 PM IST

Updated : Aug 30, 2020, 7:34 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় আজ ফের CBI-এর তরফে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে । এই নিয়ে তিনদিন তাঁকে তলব করল CBI । রিয়া ছাড়াও আজ DRDO-র অতিথিশালায় হাজিরা দেন তাঁর ভাই সৌভিক চক্রবর্তী ও সহকারী স্যামুয়েল মিরান্ডা । টানা 9 ঘণ্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার প্রথমবার CBI-এর তরফে তলব করা হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে । ওইদিন টানা 10 ঘণ্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । এরপর গতকাল টানা 7 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

CBI সূত্রে জানা গিয়েছে, 28 অগাস্ট রিয়ার বয়ান রেকর্ড করেছিলেন CBI-এর ভারপ্রাপ্ত অফিসার নুপুর প্রসাদ । আর গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অন্য তদন্তকারী অফিসাররা । সূত্রের খবর, গতকাল রিয়ার জবাবে সন্তুষ্ট হয়নি CBI । সেই কারণেই আজ ফের তলব করা হয় তাঁকে ।

আজ সকাল সাড়ে 10টা নাগাদ মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে পৌঁছান স্যামুয়েল । তার কয়েক মিনিটের ব্যবধানেই সেখানে হাজিরা দেন রিয়া ও সৌভিক ।

19 অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা ।

গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেই কারণেই তাঁদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । এছাড়া সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করা হয় ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় আজ ফের CBI-এর তরফে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে । এই নিয়ে তিনদিন তাঁকে তলব করল CBI । রিয়া ছাড়াও আজ DRDO-র অতিথিশালায় হাজিরা দেন তাঁর ভাই সৌভিক চক্রবর্তী ও সহকারী স্যামুয়েল মিরান্ডা । টানা 9 ঘণ্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার প্রথমবার CBI-এর তরফে তলব করা হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে । ওইদিন টানা 10 ঘণ্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । এরপর গতকাল টানা 7 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

CBI সূত্রে জানা গিয়েছে, 28 অগাস্ট রিয়ার বয়ান রেকর্ড করেছিলেন CBI-এর ভারপ্রাপ্ত অফিসার নুপুর প্রসাদ । আর গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অন্য তদন্তকারী অফিসাররা । সূত্রের খবর, গতকাল রিয়ার জবাবে সন্তুষ্ট হয়নি CBI । সেই কারণেই আজ ফের তলব করা হয় তাঁকে ।

আজ সকাল সাড়ে 10টা নাগাদ মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে পৌঁছান স্যামুয়েল । তার কয়েক মিনিটের ব্যবধানেই সেখানে হাজিরা দেন রিয়া ও সৌভিক ।

19 অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা ।

গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেই কারণেই তাঁদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । এছাড়া সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করা হয় ।

Last Updated : Aug 30, 2020, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.