মুম্বই : গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রেমো ডিসুজ়া । বি-টাউন চমকে গেছিল এই খবরে । তবে এক মাসের মধ্যেই নিজের কুল অবতারে রেমো ।
সোশাল মিডিয়ায় নিজের কামব্যাক ঘোষণা করলেন এই কোরিওগ্রাফার-ডিরেক্টর । মাথায় টুপি, গায়ে ঢোলা জ্যাকেট পরে একেবারে নিজের 'সোয়্যাগে' ফিরলেন রেমো । খুব তাড়াতাড়ি কাজে ফিরছেন তিনি ।
একটি ছোটো ভিডিয়ো শেয়ার করে রেমো লিখেছেন, "ফিরে আসছি,#nevergiveup #attitude" । কোনও পরিস্থিতিই কাউকে থামিয়ে রাখতে পারে না, বুঝিয়ে দিয়েছেন তিনি ।
দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">