ETV Bharat / sitara

হার্ট অ্যাটাকের ধাক্কা কাটিয়ে ফের নিজের অবতারে রেমো - Remo D'Souza fit

মাথায় টুপি, গায়ে ঢোলা জ্যাকেট, ফের নিজের তাক লাগানো অবতারে ফিরলেন রেমো ডিসুজ়া ।

Remo D'Souza heart attack
Remo D'Souza heart attack
author img

By

Published : Jan 30, 2021, 5:45 PM IST

মুম্বই : গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রেমো ডিসুজ়া । বি-টাউন চমকে গেছিল এই খবরে । তবে এক মাসের মধ্যেই নিজের কুল অবতারে রেমো ।

সোশাল মিডিয়ায় নিজের কামব্যাক ঘোষণা করলেন এই কোরিওগ্রাফার-ডিরেক্টর । মাথায় টুপি, গায়ে ঢোলা জ্যাকেট পরে একেবারে নিজের 'সোয়্যাগে' ফিরলেন রেমো । খুব তাড়াতাড়ি কাজে ফিরছেন তিনি ।

একটি ছোটো ভিডিয়ো শেয়ার করে রেমো লিখেছেন, "ফিরে আসছি,#nevergiveup #attitude" । কোনও পরিস্থিতিই কাউকে থামিয়ে রাখতে পারে না, বুঝিয়ে দিয়েছেন তিনি ।

দেখে নিন ভিডিয়ো...

মুম্বই : গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রেমো ডিসুজ়া । বি-টাউন চমকে গেছিল এই খবরে । তবে এক মাসের মধ্যেই নিজের কুল অবতারে রেমো ।

সোশাল মিডিয়ায় নিজের কামব্যাক ঘোষণা করলেন এই কোরিওগ্রাফার-ডিরেক্টর । মাথায় টুপি, গায়ে ঢোলা জ্যাকেট পরে একেবারে নিজের 'সোয়্যাগে' ফিরলেন রেমো । খুব তাড়াতাড়ি কাজে ফিরছেন তিনি ।

একটি ছোটো ভিডিয়ো শেয়ার করে রেমো লিখেছেন, "ফিরে আসছি,#nevergiveup #attitude" । কোনও পরিস্থিতিই কাউকে থামিয়ে রাখতে পারে না, বুঝিয়ে দিয়েছেন তিনি ।

দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.