ETV Bharat / sitara

রবীন্দ্রসংগীত গাইলে রেখা ভারদ্বজ, শুরু হল 'বঙ্গ সঙ্গ' - Rabindra Sangeet

অনুষ্ঠানে রেখার গলায় শোনা যায় রবীন্দ্রসংগীত। আর রবীন্দ্রসংগীতের সঙ্গে ঠুমরি, দাদরার মেলবন্ধনও তৈরি করেন বলিউডের অন্যতম এই গায়িকা।

রেখা ভারদ্বজ
author img

By

Published : Apr 20, 2019, 4:29 PM IST

Updated : Apr 23, 2019, 11:34 AM IST

মুম্বই : বাংলা থেকে ২০০০ কিলোমিটারের দূরত্ব বাণিজ্যনগরীর। এই দূরত্বটা মুহূর্তের মধ্যে ঘুচিয়ে দিল রবীন্দ্রসংগীত। অনুষ্ঠানের নাম 'বঙ্গ সঙ্গ'। আর সেই অনুষ্ঠানেই গায়িকা রেখা ভারদ্বাজের গলাতেই শোনা গেল রবি ঠাকুরের বিখ্যাত গান 'দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে।'

গতকাল মুম্বইয়ে উদ্বোধন হয়ে গেল 'বঙ্গ সঙ্গ' অনুষ্ঠানের। তাতেই বিশেষ অতিথি ছিলেন রেখা ভারদ্বাজ। অনুষ্ঠানে রেখার গলায় শোনা যায় রবীন্দ্রসংগীত। আর রবীন্দ্রসংগীতের সঙ্গে ঠুমরি, দাদরার মেলবন্ধনও তৈরি করেন বলিউডের অন্যতম এই গায়িকা।

অনুষ্ঠান প্রসঙ্গে রেখা বলেন, "এই কনস্পেটটা প্রথমবার তৈরি করেছি। আমরা আগে থেকে শুধুমাত্র কোন কোন রবীন্দ্রসংগীত গাওয়া হবে সেটা ঠিক করেছিলাম। স্টেজে উঠে তাঁর সঙ্গে বিভিন্ন রাগের ফিউশন জুড়ে দিয়েছি।"

রেখা আরও বলেন, "আমরা কোনও গানের কম্পোজিশন বদলাইনি। আমরা শুধুমাত্র রবীন্দ্রসংগীতগুলির সঙ্গে নিজেদের সমসাময়িক কিছু বিষয় জুড়েছি।"

অনুষ্ঠান শেষে রেখার গলায় শোনা গেল রবীন্দ্রসংগীত। দেখুন ভিডিয়োয়...

রেখা ভারদ্বজ

মুম্বই : বাংলা থেকে ২০০০ কিলোমিটারের দূরত্ব বাণিজ্যনগরীর। এই দূরত্বটা মুহূর্তের মধ্যে ঘুচিয়ে দিল রবীন্দ্রসংগীত। অনুষ্ঠানের নাম 'বঙ্গ সঙ্গ'। আর সেই অনুষ্ঠানেই গায়িকা রেখা ভারদ্বাজের গলাতেই শোনা গেল রবি ঠাকুরের বিখ্যাত গান 'দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে।'

গতকাল মুম্বইয়ে উদ্বোধন হয়ে গেল 'বঙ্গ সঙ্গ' অনুষ্ঠানের। তাতেই বিশেষ অতিথি ছিলেন রেখা ভারদ্বাজ। অনুষ্ঠানে রেখার গলায় শোনা যায় রবীন্দ্রসংগীত। আর রবীন্দ্রসংগীতের সঙ্গে ঠুমরি, দাদরার মেলবন্ধনও তৈরি করেন বলিউডের অন্যতম এই গায়িকা।

অনুষ্ঠান প্রসঙ্গে রেখা বলেন, "এই কনস্পেটটা প্রথমবার তৈরি করেছি। আমরা আগে থেকে শুধুমাত্র কোন কোন রবীন্দ্রসংগীত গাওয়া হবে সেটা ঠিক করেছিলাম। স্টেজে উঠে তাঁর সঙ্গে বিভিন্ন রাগের ফিউশন জুড়ে দিয়েছি।"

রেখা আরও বলেন, "আমরা কোনও গানের কম্পোজিশন বদলাইনি। আমরা শুধুমাত্র রবীন্দ্রসংগীতগুলির সঙ্গে নিজেদের সমসাময়িক কিছু বিষয় জুড়েছি।"

অনুষ্ঠান শেষে রেখার গলায় শোনা গেল রবীন্দ্রসংগীত। দেখুন ভিডিয়োয়...

রেখা ভারদ্বজ
Intro:Body:

রবীন্দ্রসংগীত গাইলে রেখা ভারদ্বজ, শুরু হল 'বঙ্গ সঙ্গ'



মুম্বই : বাংলা থেকে ২০৪৪ কিলোমিটারের দূরত্ব বাণিজ্যনগরীর। এই দূরত্বটা মুহূর্তের মধ্যে ঘুচিয়ে দিল রবীন্দ্রসংগীত। অনুষ্ঠানের নাম 'বঙ্গ সঙ্গ'। আর সেই অনুষ্ঠানেই গায়িকা রেখা ভারদ্বাজের গলাতেই শোনা গেল রবি ঠাকুরের বিখ্যাত গান 'দাঁড়িয়ে আছ তুমি গানের পারে।'



গতকাল মুম্বইয়ে উদ্বোধন হয়ে গেল 'বঙ্গ সঙ্গ' অনুষ্ঠানের। তাতেই বিশেষ অতিথি ছিলেন রেখা ভারদ্বাজ। অনুষ্ঠানে রেখার গলায় শোনা যায় রবীন্দ্রসংগীত। আর রবীন্দ্রসংগীতের সঙ্গে ঠুমরি, দাদরার মেলবন্ধনও তৈরি করেন বলিউডের অন্যতম এই গায়িকা।



অনুষ্ঠান প্রসঙ্গে রেখা বলেন, "এই কনস্পেটটা প্রথমবার তৈরি করেছি। আমরা আগে থেকে শুধুমাত্র কোন কোন রবীন্দ্রসংগীত গাওয়া হবে সেটা ঠিক করেছিলাম। স্টেজে উঠে তাঁর সঙ্গে বিভিন্ন রাগের ফিউশন জুড়ে দিয়েছি।"



রেখা আরও বলেন, "আমরা কোনও গানের কম্পোজিশন বদলাইনি। আমরা শুধুমাত্র রবীন্দ্রসংগীতগুলির সঙ্গে নিজেদের সমসাময়িক কিছু বিষয় জুড়েছি।"



অনুষ্ঠান শেষে রেখার গলায় শোনা গেল রবীন্দ্রসংগীত। দেখুন ভিডিয়োয়...




Conclusion:
Last Updated : Apr 23, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.