ETV Bharat / sitara

অটোয় ভাইঝির মেহেন্দি অনুষ্ঠানে গেলেন রবিনা - Raveena auto ride

গাড়ি আসতে দেরি করায় মেয়েকে নিয়ে অটোতে করে ভাইঝির মেহেন্দির অনুষ্ঠানে যোগ দিলেন রবিনা । ইনস্টাগ্রামে শেয়ার করে সেই ভিডিয়ো ।

sdf
sdf
author img

By

Published : Mar 1, 2020, 8:02 PM IST

মুম্বই : নিজের গাড়ি নয় । অটোতে করে ভাইঝির মেহেন্দির অনুষ্ঠানে যোগ দিলেন রবিনা ট্যান্ডন । যদিও অটোচালক চিনতে ভুল করেননি তাঁকে । ইনস্টাগ্রামে অটোচালকের সঙ্গে কথা বলার একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি ।

ভাইঝির মেহেন্দি অনুষ্ঠান যোগ দেওয়ার জ্নয সকাল থেকেই তৈরি ছিলেন রবিনা ও তাঁর মেয়ে রাশা । কিন্তু, তাঁরা তৈরি হয়ে গেলেও গাড়ি আসতে অনেকটা দেরি করে । ফলে বাধ্য হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অটোতে গিয়ে ওঠেন তাঁরা । অটোচালক আরশাদও সওয়াড়ি হিসেবে একজন অভিনেত্রীকে পেয়ে খুবই খুশি । রবিনার সঙ্গে গল্প জুড়ে দেন তিনিও । যাই হোক রবিনার 'অটো রাইড' যে খারাপ ছিল না তা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকেই স্পষ্ট ।

ভিডিয়োর ক্যাপশনে রবিনা লেখেন, "গাড়ির জন্য অনেক্ষণ ধরে অপেক্ষা করছিলাম । অনেকটা দেরিও হয়ে যায় । তারপর বাধ্য হয়ে মেয়েকে নিয়ে অটোতে উঠি ।" মোট দুটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । অটো থেকে নমার আগে চালকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । একে অপরের সঙ্গে করমর্দনও করেন তিনি ।

বেশ কিছুদিন সিলভার স্ক্রিন থেকে দূরে ছিলেন রবিনা । 'কেজিএফ : চ্যাপ্টার ২' ছবির মাধ্যমে কামব্যাক করছেন তিনি । কন্নড়, তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দিতে মুক্তি পাবে ছবিটি । 2018 সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি 'কেজিএফ : চ্যাপ্টার ১'-এর সিকুয়েল এটি । সেখানে অভিনয় করেছিলেন তামান্না ভাটিয়া ও অনন্ত নাগ ।

মুম্বই : নিজের গাড়ি নয় । অটোতে করে ভাইঝির মেহেন্দির অনুষ্ঠানে যোগ দিলেন রবিনা ট্যান্ডন । যদিও অটোচালক চিনতে ভুল করেননি তাঁকে । ইনস্টাগ্রামে অটোচালকের সঙ্গে কথা বলার একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি ।

ভাইঝির মেহেন্দি অনুষ্ঠান যোগ দেওয়ার জ্নয সকাল থেকেই তৈরি ছিলেন রবিনা ও তাঁর মেয়ে রাশা । কিন্তু, তাঁরা তৈরি হয়ে গেলেও গাড়ি আসতে অনেকটা দেরি করে । ফলে বাধ্য হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অটোতে গিয়ে ওঠেন তাঁরা । অটোচালক আরশাদও সওয়াড়ি হিসেবে একজন অভিনেত্রীকে পেয়ে খুবই খুশি । রবিনার সঙ্গে গল্প জুড়ে দেন তিনিও । যাই হোক রবিনার 'অটো রাইড' যে খারাপ ছিল না তা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকেই স্পষ্ট ।

ভিডিয়োর ক্যাপশনে রবিনা লেখেন, "গাড়ির জন্য অনেক্ষণ ধরে অপেক্ষা করছিলাম । অনেকটা দেরিও হয়ে যায় । তারপর বাধ্য হয়ে মেয়েকে নিয়ে অটোতে উঠি ।" মোট দুটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । অটো থেকে নমার আগে চালকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । একে অপরের সঙ্গে করমর্দনও করেন তিনি ।

বেশ কিছুদিন সিলভার স্ক্রিন থেকে দূরে ছিলেন রবিনা । 'কেজিএফ : চ্যাপ্টার ২' ছবির মাধ্যমে কামব্যাক করছেন তিনি । কন্নড়, তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দিতে মুক্তি পাবে ছবিটি । 2018 সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি 'কেজিএফ : চ্যাপ্টার ১'-এর সিকুয়েল এটি । সেখানে অভিনয় করেছিলেন তামান্না ভাটিয়া ও অনন্ত নাগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.