ETV Bharat / sitara

চিকিৎসকদের মতো রিয়েল হিরোদের সম্মান দিন, আবেদন রবিনার - stop attacks on medical fraternity

কোরোনা সংকটের মাঝে গুজব আটকাতে 'জিতেগা ইন্ডিয়া জিতেগা হাম' বলে সোশাল মিডিয়ায় একটি ক্যাম্পেন শুরু করেছেন রবিনা । সেখানে একটি ভিডিয়ো তৈরি করেছেন তিনি । যেখানে এই সংকটকে বোঝার জন্য এবং চিকিৎসকদের ভূমিকাকে সম্মান জানানোর জন্য সাধারণের কাছে আবেদন করতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
df
author img

By

Published : Apr 25, 2020, 12:31 PM IST

মুম্বই : একেবারে সামনে থেকে কোরোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা । কিন্তু, তাঁদের উপরই একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে । তাঁরা জখম হয়েছেন। হয়েছেন রক্তাক্ত । এবার তাঁদের উপর হামলা না চালানোর জন্য অনুরোধ করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন ।

কোরোনা সংকটের মাঝে গুজব আটকাতে 'জিতেগা ইন্ডিয়া জিতেগা হাম' বলে সোশাল মিডিয়ায় একটি ক্যাম্পেন শুরু করেছেন তিনি । সেখানে একটি ভিডিয়ো তৈরি করেছেন তিনি । যেখানে এই সংকটকে বোঝার জন্য এবং চিকিৎসকদের ভূমিকাকে সম্মান জানানোর জন্য সাধারণের কাছে আবেদন করতে দেখা গেছে তাঁকে ।

তিনি বলেন, "যে চিকিৎসক ও নার্সরা প্রতিদিন কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন, সেই রিয়েল হিরোদের উৎসাহ দেওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় । আমাদের ও আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে তাঁরা তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন না ।তাই আমার জিতেগা ইন্ডিয়া জিতেগা হাম ক্যাম্পেনের মাধ্যমে তাদের সম্মান জানানো ও গুজব না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধ করছি । শীঘ্রই আমাদের সামনে আলোর রেখা দেখা যাবে বলে আশা করছি ।"

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে অনেকেই নির্দিষ্ট সময়ে হাততালি দিয়েছিলেন । থালাও বাজিয়েছিলেন । কিন্তু, কোরোনা সংক্রমণের আতঙ্কে সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরই একাধিকবার হামলার অভিযোগ উঠছে । উঠেছে হেনস্থার অভিযোগ । চিকিৎসকদের উপর হামলার ঘটনা রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার । এর জন্য একটি অধ্যাদেশও আনা হয়েছে । কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের উপর হামলার ঘটনায় দোষী প্রমাণিত হলে সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে । হামলার ধরন বিচার করে 50 হাজার থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে । যদি গুরুতর হামলা হয়, সেক্ষেত্রে ছ'মাস থেকে সাত বছরের জেল পর্যন্ত হতে পারে ।

মুম্বই : একেবারে সামনে থেকে কোরোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা । কিন্তু, তাঁদের উপরই একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে । তাঁরা জখম হয়েছেন। হয়েছেন রক্তাক্ত । এবার তাঁদের উপর হামলা না চালানোর জন্য অনুরোধ করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন ।

কোরোনা সংকটের মাঝে গুজব আটকাতে 'জিতেগা ইন্ডিয়া জিতেগা হাম' বলে সোশাল মিডিয়ায় একটি ক্যাম্পেন শুরু করেছেন তিনি । সেখানে একটি ভিডিয়ো তৈরি করেছেন তিনি । যেখানে এই সংকটকে বোঝার জন্য এবং চিকিৎসকদের ভূমিকাকে সম্মান জানানোর জন্য সাধারণের কাছে আবেদন করতে দেখা গেছে তাঁকে ।

তিনি বলেন, "যে চিকিৎসক ও নার্সরা প্রতিদিন কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন, সেই রিয়েল হিরোদের উৎসাহ দেওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় । আমাদের ও আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে তাঁরা তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন না ।তাই আমার জিতেগা ইন্ডিয়া জিতেগা হাম ক্যাম্পেনের মাধ্যমে তাদের সম্মান জানানো ও গুজব না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধ করছি । শীঘ্রই আমাদের সামনে আলোর রেখা দেখা যাবে বলে আশা করছি ।"

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে অনেকেই নির্দিষ্ট সময়ে হাততালি দিয়েছিলেন । থালাও বাজিয়েছিলেন । কিন্তু, কোরোনা সংক্রমণের আতঙ্কে সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরই একাধিকবার হামলার অভিযোগ উঠছে । উঠেছে হেনস্থার অভিযোগ । চিকিৎসকদের উপর হামলার ঘটনা রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার । এর জন্য একটি অধ্যাদেশও আনা হয়েছে । কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের উপর হামলার ঘটনায় দোষী প্রমাণিত হলে সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে । হামলার ধরন বিচার করে 50 হাজার থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে । যদি গুরুতর হামলা হয়, সেক্ষেত্রে ছ'মাস থেকে সাত বছরের জেল পর্যন্ত হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.