ETV Bharat / sitara

রবিনার শুটিং ফ্রম হোম - pandemic

সম্প্রতি বাড়িতেই একটি বিজ্ঞাপনের শুটিং সেরে ফেললেন রবিনা । সব বিধিনিষেধ মেনে মাত্র দু'জন ক্রু মেম্বারকে নিয়ে চলে শুটিং ।

ে্
োে্
author img

By

Published : Jul 15, 2020, 8:56 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র । সেখানে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । এদিকে ইতিমধ্যে শুটিংও শুরু হয়ে গিয়েছে । শুটিং শুরু করেছেন রবিনা ট্যান্ডনও । যদিও তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তিনি । আর সেই কারণেই শুটিং ফ্লোরে না গিয়ে বাড়ি থেকেই শুটিং করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী ।

সম্প্রতি বাড়িতেই একটি বিজ্ঞাপনের শুটিং সেরে ফেললেন রবিনা । সব বিধিনিষেধ মেনে মাত্র দু'জন ক্রু মেম্বারকে নিয়ে চলে শুটিং ।

লকডাউন পরবর্তী শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে রবিনা বলেন, "এখন কাজের পদ্ধতি পরিবর্তন হয়ে গিয়েছে । খুব কম সংখ্যক ক্রু নিয়ে কম সময়ের মধ্যেই শুটিং হয়েছে । শুধুমাত্র দু'জনকেই বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল । একজন ক্যামেরাম্যান, আরেকজন সাউন্ড রেকর্ডিস্ট । তাঁরা PPE পরেছিলেন । এমনকী, বাড়িতে ঢোকার আগে নিজেদের স্যানিটাইজ়ও করেন তাঁরা । তাঁদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং করেছি । এই শুটিংয়ের পর মনে হয়েছে যে নিউ নরম্যালের জন্য আমি প্রস্তুত ।"

কাজের দিক থেকে 'কেজিএফ : চ্যাপ্টার 2'-তে দেখা যাবে রবিনাকে ।

মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র । সেখানে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । এদিকে ইতিমধ্যে শুটিংও শুরু হয়ে গিয়েছে । শুটিং শুরু করেছেন রবিনা ট্যান্ডনও । যদিও তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তিনি । আর সেই কারণেই শুটিং ফ্লোরে না গিয়ে বাড়ি থেকেই শুটিং করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী ।

সম্প্রতি বাড়িতেই একটি বিজ্ঞাপনের শুটিং সেরে ফেললেন রবিনা । সব বিধিনিষেধ মেনে মাত্র দু'জন ক্রু মেম্বারকে নিয়ে চলে শুটিং ।

লকডাউন পরবর্তী শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে রবিনা বলেন, "এখন কাজের পদ্ধতি পরিবর্তন হয়ে গিয়েছে । খুব কম সংখ্যক ক্রু নিয়ে কম সময়ের মধ্যেই শুটিং হয়েছে । শুধুমাত্র দু'জনকেই বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল । একজন ক্যামেরাম্যান, আরেকজন সাউন্ড রেকর্ডিস্ট । তাঁরা PPE পরেছিলেন । এমনকী, বাড়িতে ঢোকার আগে নিজেদের স্যানিটাইজ়ও করেন তাঁরা । তাঁদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং করেছি । এই শুটিংয়ের পর মনে হয়েছে যে নিউ নরম্যালের জন্য আমি প্রস্তুত ।"

কাজের দিক থেকে 'কেজিএফ : চ্যাপ্টার 2'-তে দেখা যাবে রবিনাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.