মুম্বই : লকডাউনের মধ্যে আরও গাঢ় হয়েছে প্রেম । সম্প্রতি একটি ছবি পোস্ট করে একথাই জানালেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রবিনা । সেখানে স্বামী অনিল থাদানির হাত ধরে থাকতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁদের দু'জনের হাতেই রয়েছে গ্লাভস । আর সেভাবেই একে অপরের হাত ধরে রয়েছেন তাঁরা ।
ছবির ক্যাপশনে লেখেন, "করোনা পরিস্থিতিতে ভালোবাসা...হাতে হাত...তখন এবং এখন... গ্লাভস বা গ্লাভস ছাড়া... লকডাউনে আরও আরও গাঢ় হয়েছে প্রেম ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2004 সালে অনিলকে বিয়ে করেন রবিনা । 2005 সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান রাশার । এরপর 2008 সালে জন্ম হয় পুত্র রণবীরবর্ধনের ।
'কেজিএফ: চ্যাপ্টার 2'-তে দেখা যাবে রবিনাকে । সেখানে রমিকা সেন নামে একটি চরিত্রে অভিনয় করবেন তিনি । সঞ্জয় দত্তর সঙ্গে সেখানে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । সঞ্জয়ের চরিত্রর নাম অধীরা ।