ETV Bharat / sitara

জ়ায়রাকে "অকৃতজ্ঞ" বললেন রবিনা ! - twitter

বলিউড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম । সেই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন । জানালেন, নিজের অপ্রগতিশীল চিন্তাধারা নিজের কাছে রেখে সম্মানে সঙ্গে যেন চলে যান তিনি ।

ক্ষোভ প্রকাশ রবিনার
author img

By

Published : Jul 1, 2019, 12:53 PM IST

Updated : Jul 1, 2019, 3:15 PM IST

মুম্বই : 'দঙ্গল' থেকে বলিউডে যাত্রা শুরু । জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনেও । কিন্তু এবার বলিউড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে লাইমলাইটে এলেন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম । তিনি টুইট করেন, সিনেমার কারণে তিনি ধর্ম ও ইমানের থেকে দূরে সরে যাচ্ছিলেন । এই কারণে তিনি আর সিনেমা জগতে থাকতে চান না । জ়ায়রার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন রবিনা ট্যান্ডন । সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন সেকথা ।

যে ইন্ডাস্ট্রির জন্য জ়ায়রার এত পরিচিতি, সেই ইন্ডাস্ট্রি নিয়ে লেখার কারণেই ক্ষোভ রবিনার । তিনি টুইট করেন, "যে ইন্ডাস্ট্রি থেকে সবকিছু পেয়েছে দু'টো সিনেমা করে কেউ যদি তা ভুলে যায়, তাতে আসলে কিছু এসে যায় না । আশা করি, উনি সম্মানের সঙ্গে চলে যাবেন এবং নিজের অপ্রগতিশীল চিন্তাধারা যেন নিজের কাছেই রাখেন ।"

  • Doesn’t matter if two film olds are ungrateful to the industry that have given them all. Just wish they’d exit gracefully and keep their regressive views to themselves .

    — Raveena Tandon (@TandonRaveena) June 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 'দঙ্গল' থেকে বলিউডে যাত্রা শুরু । জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনেও । কিন্তু এবার বলিউড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে লাইমলাইটে এলেন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম । তিনি টুইট করেন, সিনেমার কারণে তিনি ধর্ম ও ইমানের থেকে দূরে সরে যাচ্ছিলেন । এই কারণে তিনি আর সিনেমা জগতে থাকতে চান না । জ়ায়রার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন রবিনা ট্যান্ডন । সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন সেকথা ।

যে ইন্ডাস্ট্রির জন্য জ়ায়রার এত পরিচিতি, সেই ইন্ডাস্ট্রি নিয়ে লেখার কারণেই ক্ষোভ রবিনার । তিনি টুইট করেন, "যে ইন্ডাস্ট্রি থেকে সবকিছু পেয়েছে দু'টো সিনেমা করে কেউ যদি তা ভুলে যায়, তাতে আসলে কিছু এসে যায় না । আশা করি, উনি সম্মানের সঙ্গে চলে যাবেন এবং নিজের অপ্রগতিশীল চিন্তাধারা যেন নিজের কাছেই রাখেন ।"

  • Doesn’t matter if two film olds are ungrateful to the industry that have given them all. Just wish they’d exit gracefully and keep their regressive views to themselves .

    — Raveena Tandon (@TandonRaveena) June 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

Raveena's reaction


Conclusion:
Last Updated : Jul 1, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.