ETV Bharat / sitara

সমকামী পরিচালক অনিরের সাহসী স্বীকারোক্তিতে গর্বিত রবিনা

রবিনা ট্যান্ডনের "ডিয়ারেস্ট" বন্ধু অনির একজন সমকামী। সেই নিয়ে কখনও কোনও লুকোছাপা করেননি অনির। বন্ধুর এই স্বীকারোক্তিতে গর্বিত রবিনা।

Raveena Tandon latest news
author img

By

Published : Nov 16, 2019, 7:47 PM IST

মুম্বই : আইনের পাতায় খাতা-কলমে অনেক পরিবর্তন এলেও মানুষের মানসিকতায় এখনও সমকামীত্ব নিয়ে কিছু রিজ়ারভেশন রয়ে গেছে। তাই সমকামী পুরুষ বা নারীকে দেখলে এখনও কিছু মানুষের ভ্রু কুঞ্চিত হয়। সেই ট্যাবুকে অ্যাড্রেস করেছে এক আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড। আর এই উদ্যোগের অন্যতম প্রধান মুখ অনির।

জনপ্রিয় সেই ব্র্যান্ডের #ProudToBeMore-এই ক্যাম্পেনের মাধ্যমে অনির জানিয়েছেন যে, সমকামী পরিচালক হিসেবে অনেকেই তাঁকে একটি বিশেষ ক্যাটেগরি হিসেবে দাগিয়ে দিয়েছে। কিন্তু, জীবনটা শুধুমাত্র একজন মানুষের সেক্সুয়াল প্রেফারেন্সের মধ্যে সীমাবদ্ধ নয়, মত অনিরের। চেনা গণ্ডির বাইরে বেরিয়ে তিনি বিশেষ কিছু বা 'More' হয়ে খুবই গর্বিত, পরিচালক এই বার্তাই দিয়েছেন ক্যাম্পেনটির মাধ্যমে।

আর অনিরের অ্যাটিটিউডে গর্বিত রবিনা। তিনি লিখেছেন, "তোমায় নিয়ে খুবই গর্বিত ডিয়ারেস্ট বন্ধু। সবসময় নিজের ইচ্ছেতে নিজের জীবন বাঁচবে। তোমার শক্তি আরও বৃদ্ধি পাক।"

অনিরের বাড়ি কলকাতায়। যাদবপুর থেকে গ্র্যাজুয়েশন করে তিনি বার্লিনে যান ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনা করতে। পরিচালকের 'মাই ব্রাদার নিখিল' বা 'আই অ্যাম'-এর মতো ছবি বেশ প্রশংসা পেয়েছে। তাঁর ছবিতেও সমকামীত্ব বা যৌন সম্পর্কঘটিত জটিলতা স্থান পেয়েছ বারবার।

মুম্বই : আইনের পাতায় খাতা-কলমে অনেক পরিবর্তন এলেও মানুষের মানসিকতায় এখনও সমকামীত্ব নিয়ে কিছু রিজ়ারভেশন রয়ে গেছে। তাই সমকামী পুরুষ বা নারীকে দেখলে এখনও কিছু মানুষের ভ্রু কুঞ্চিত হয়। সেই ট্যাবুকে অ্যাড্রেস করেছে এক আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড। আর এই উদ্যোগের অন্যতম প্রধান মুখ অনির।

জনপ্রিয় সেই ব্র্যান্ডের #ProudToBeMore-এই ক্যাম্পেনের মাধ্যমে অনির জানিয়েছেন যে, সমকামী পরিচালক হিসেবে অনেকেই তাঁকে একটি বিশেষ ক্যাটেগরি হিসেবে দাগিয়ে দিয়েছে। কিন্তু, জীবনটা শুধুমাত্র একজন মানুষের সেক্সুয়াল প্রেফারেন্সের মধ্যে সীমাবদ্ধ নয়, মত অনিরের। চেনা গণ্ডির বাইরে বেরিয়ে তিনি বিশেষ কিছু বা 'More' হয়ে খুবই গর্বিত, পরিচালক এই বার্তাই দিয়েছেন ক্যাম্পেনটির মাধ্যমে।

আর অনিরের অ্যাটিটিউডে গর্বিত রবিনা। তিনি লিখেছেন, "তোমায় নিয়ে খুবই গর্বিত ডিয়ারেস্ট বন্ধু। সবসময় নিজের ইচ্ছেতে নিজের জীবন বাঁচবে। তোমার শক্তি আরও বৃদ্ধি পাক।"

অনিরের বাড়ি কলকাতায়। যাদবপুর থেকে গ্র্যাজুয়েশন করে তিনি বার্লিনে যান ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনা করতে। পরিচালকের 'মাই ব্রাদার নিখিল' বা 'আই অ্যাম'-এর মতো ছবি বেশ প্রশংসা পেয়েছে। তাঁর ছবিতেও সমকামীত্ব বা যৌন সম্পর্কঘটিত জটিলতা স্থান পেয়েছ বারবার।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.