মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে মাদক যোগের হদিশ পান তদন্তকারীরা । তারপরই তদন্তে নেমে মাদক যোগের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। এমনকী, তদন্ত চলাকালীন উঠে এসেছে একাধিক তারকার নাম । সম্প্রতি জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করছে NCB । তবে এ প্রঙ্গসে রবিনা ট্যান্ডন মনে করেন এই তদন্তে তারকারা হলেন সফট টার্গেট । মাদকের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বেরই এর বিরুদ্ধে লড়াই করা উচিত ।
কয়েকদিন আগে NCB-র পদক্ষেপকে স্বাগত জানিয়ে একটি টুইট করেছিলেন রবিনা । সেখানে তিনি লেখেন, "এটাই পরিষ্কার করার সঠিক সময় । স্বাগত ! এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে । এখান থেকে শুরু হয়ে সব সেক্টরই পরিষ্কার করা হোক । ভিতর থেকে এটাকে উপরে ফেলা হোক । কারবারী, পাচারকারী ও ব্যবহারকারী সবাইকে শাস্তি দেওয়া হোক ।"
-
The”Big Guys”In my tweet. No drug supplying can happen without the ashirwad of local authorities.Those are the Big fish that swim away unquestioned.If a Journo can reach the suppliers on stings. Can’t the authorities sniff them out?Celebrities are soft targets. https://t.co/6clpnt00Ka
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The”Big Guys”In my tweet. No drug supplying can happen without the ashirwad of local authorities.Those are the Big fish that swim away unquestioned.If a Journo can reach the suppliers on stings. Can’t the authorities sniff them out?Celebrities are soft targets. https://t.co/6clpnt00Ka
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020The”Big Guys”In my tweet. No drug supplying can happen without the ashirwad of local authorities.Those are the Big fish that swim away unquestioned.If a Journo can reach the suppliers on stings. Can’t the authorities sniff them out?Celebrities are soft targets. https://t.co/6clpnt00Ka
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020
ওই টুইটটিকে শেয়ার করে আজ এই সংক্রান্ত আরও একটি নতুন টুইট করেন রবিনা । লেখেন, "স্থানীয় প্রশাসনের মদত ছাড়া মাদক সরবরাহ করা কোনওভাবেই সম্ভব নয় । আর সেই সব বড় মাথারা জিজ্ঞাসাবাদ থেকে বিরত থাকছে । যদিও কোনও সাংবাদিক একজন সরবরাহকারীর কাছে পৌঁছে যেতে পারেন, তাহলে প্রশাসন কীভাবে তাদের খোঁজ পাচ্ছে না ? তারকারাই সফট টার্গেট ।"
গোটা দেশের এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত বলে মনে করেন রবিনা । পরবর্তী টুইটে তিনি লেখেন, "স্কুল/কলেজ, পাব, রেস্তরাঁ সব জায়গায় মাদক সরবরাহকারীদের যাতায়াত । এর সঙ্গে শক্তিশালী প্রশাসনিক কর্তারা যুক্ত রয়েছেন । যাঁরা নিজেরা চোখ বন্ধ করে রেখে, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন । ভিতর থেকে এটাকে উপরে ফেলা প্রয়োজন । এখানেই এটাকে শেষ না করে গোটা দেশে এর বিরুদ্ধে লড়াই ঘোষণা করা হোক ।"
-
Suppliers hang outsidecolleges/schools,pubs,restaurants,a drug syndicate,involving powerful authoritative entities(big guys on the take”(As in Bribes)who turn blind eye,let young lives get ruined.Uproot it from THIS core.Dont stop here,declare a full war against drugs Countrywide https://t.co/bg7yI2fHFm
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Suppliers hang outsidecolleges/schools,pubs,restaurants,a drug syndicate,involving powerful authoritative entities(big guys on the take”(As in Bribes)who turn blind eye,let young lives get ruined.Uproot it from THIS core.Dont stop here,declare a full war against drugs Countrywide https://t.co/bg7yI2fHFm
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020Suppliers hang outsidecolleges/schools,pubs,restaurants,a drug syndicate,involving powerful authoritative entities(big guys on the take”(As in Bribes)who turn blind eye,let young lives get ruined.Uproot it from THIS core.Dont stop here,declare a full war against drugs Countrywide https://t.co/bg7yI2fHFm
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020
এছাড়া 'মিডিয়া ট্রায়াল' নিয়েও সরব হয়েছেন রবিনা ।
-
Half baked truths about the film industry=TRP ratings.The crisis in the world be https://t.co/l4og1PfofJ abusive judgements/vilification,people guilty before probe is plain right a public lynching.If proved wrong,will media ever able to restore their reputations,credibility?
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Half baked truths about the film industry=TRP ratings.The crisis in the world be https://t.co/l4og1PfofJ abusive judgements/vilification,people guilty before probe is plain right a public lynching.If proved wrong,will media ever able to restore their reputations,credibility?
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020Half baked truths about the film industry=TRP ratings.The crisis in the world be https://t.co/l4og1PfofJ abusive judgements/vilification,people guilty before probe is plain right a public lynching.If proved wrong,will media ever able to restore their reputations,credibility?
— Raveena Tandon (@TandonRaveena) September 25, 2020
মাদক যোগের অভিযোগে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্ত সহ বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে NCB । আজ এই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল রকুল প্রীত সিং ও দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে । আগামীকাল দীপিকা ছাড়াও NCB দপ্তরে হাজিরা দেবেন সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর ।