মুম্বই : কোরোনা সংক্রমণ এড়াতে শুটিং ফ্লোরে অভিনেতা ছাড়া সবাইকেই পিপিই পরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । এমনকী, শুটিং ছাড়া বাকি সময় অভিনেতাদেরও মাস্ক পরে থাকতে বলা হয়েছে । তাই পিপিই পরা কলাকুশলীদের দেখে ডাবিং স্টুডিয়োকে অপারেশন থিয়েটার বলে মনে হচ্ছে রবিনা ট্যান্ডনের ।
বদ্ধ জায়গাতে কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে অনেক বেশি । সেখানে সুরক্ষার দিকে গুরুত্ব দিতে হয় অনেক বেশি । আর তাই বদ্ধ জায়গাতে শুটিং হোক বা কোনও ডাবিং স্টুডিয়ো, কোরোনার জন্য সব জায়গাতেই এখন বাড়তি সুরক্ষা নেওয়া হচ্ছে । কাজ চলাকালীন প্রায় সারাক্ষণই সেখানে পিপিই পরে রয়েছেন কলাকুশলীরা ।
সম্প্রতি হিমাচল প্রদেশে শুটিং শেষ করে মুম্বই ফিরেছেন রবিনা । এরপর শুটিংয়ের জন্য ডাবিং করতে যান স্টুডিয়োতে । কাজের ফাঁকে সেখানে উপস্থিত কলাকুশলীদের সঙ্গে সেলফি তোলেন তিনি । পরে তা পোস্ট করেন সোশাল মিডিয়ায় । সেখানে রবিনা ছাড়া সবাইকেই পিপিই পরে থাকতে দেখা গিয়েছে । তবে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক পরে রয়েছেন অভিনেত্রী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এরপর এই ছবির ক্যাপশনে রবিনা লেখেন, "মুম্বইতে ফিরেছি আর নিউ নরমালে কাজ করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি । এই জায়গাকে ডাবিং স্টুডিয়োর থেকে বেশি অপারেশন থিয়েটার বলে মনে হচ্ছে । তবে শো চালিয়ে যেতে হবেই...আর আমাদের সবাইকে সুরক্ষিত থাকার বিষয়টিও শিখতে হবে ।"