ETV Bharat / sitara

দ্বিতীয় বলিউড ছবিতে অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার রশমিকার - rashmika mandanna in viaks bahl film

বাবার সঙ্গে মেয়ের সম্পর্কের গল্প তুলে ধরা হবে এই ছবিতে । সম্ভবত অমিতাভের মেয়ের চরিত্রে অভিনয় করবেন রশমিকা ।

asd
asd
author img

By

Published : Dec 29, 2020, 7:04 AM IST

মুম্বই : 'মিশন মঞ্জু' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী তারকা রশমিকা মন্দনা । আর প্রথম ছবির কাজ শুরু করতে না করতেই দ্বিতীয় বলিউড ছবিতে সই করে ফেলেছেন তিনি । পরিচালক বিকাশ বহেলের পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে । সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

ছবির প্রাথমিক নাম দেওয়া হয়েছে 'ডেডলি'। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে একতা কাপুর ও রিলায়েন্স এন্টারটেনমন্ট । সব ঠিক থাকলে 2021-এর মার্চে শুরু হবে এই ছবির শুটিং ।

বাবার সঙ্গে মেয়ের সম্পর্কের গল্প তুলে ধরা হবে এই ছবিতে । সম্ভবত অমিতাভের মেয়ের চরিত্রে অভিনয় করবেন রশমিকা । শোনা যাচ্ছে, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নীনা গুপ্তকেও ।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রশমিকা । 'মিশন মঞ্জু' দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি । সেখানে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

এই ছবিতে একজন 'র' এজেন্টের চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ । সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে ছবিটি । 1970 সালের পাকিস্তানে একটি অভিযান চালিয়েছিল ভারত । আর সেই ঘটনাই বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সম্পর্ককে । এবার ওই ঘটনাই বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক শান্তনু বাগচি ।

তবে এই মুহূর্তে 'মিশন মঞ্জু' ও 'ডেডলি' ছাড়াও একাধিক ছবি রয়েছে রশমিকার হাতে । তার মধ্যে তেলুগু ছবি 'পুষ্পা' ও 'আদালু মেকু জোহারলু' এবং কন্নড় ছবি 'সুলতান' ও 'পোগারু' অন্যতম ।

মুম্বই : 'মিশন মঞ্জু' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী তারকা রশমিকা মন্দনা । আর প্রথম ছবির কাজ শুরু করতে না করতেই দ্বিতীয় বলিউড ছবিতে সই করে ফেলেছেন তিনি । পরিচালক বিকাশ বহেলের পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে । সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

ছবির প্রাথমিক নাম দেওয়া হয়েছে 'ডেডলি'। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে একতা কাপুর ও রিলায়েন্স এন্টারটেনমন্ট । সব ঠিক থাকলে 2021-এর মার্চে শুরু হবে এই ছবির শুটিং ।

বাবার সঙ্গে মেয়ের সম্পর্কের গল্প তুলে ধরা হবে এই ছবিতে । সম্ভবত অমিতাভের মেয়ের চরিত্রে অভিনয় করবেন রশমিকা । শোনা যাচ্ছে, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নীনা গুপ্তকেও ।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রশমিকা । 'মিশন মঞ্জু' দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি । সেখানে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

এই ছবিতে একজন 'র' এজেন্টের চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ । সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে ছবিটি । 1970 সালের পাকিস্তানে একটি অভিযান চালিয়েছিল ভারত । আর সেই ঘটনাই বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সম্পর্ককে । এবার ওই ঘটনাই বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক শান্তনু বাগচি ।

তবে এই মুহূর্তে 'মিশন মঞ্জু' ও 'ডেডলি' ছাড়াও একাধিক ছবি রয়েছে রশমিকার হাতে । তার মধ্যে তেলুগু ছবি 'পুষ্পা' ও 'আদালু মেকু জোহারলু' এবং কন্নড় ছবি 'সুলতান' ও 'পোগারু' অন্যতম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.