ETV Bharat / sitara

কচ্ছের রণে বসে আবেগতাড়িত তাপসী - তাপসী পান্নুর খবর

কচ্ছের রণে বসে আবেগতাড়িত তাপসী পান্নু । গুজরাটের সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ । আর কচ্ছে এসে সেই মুগ্ধতা যেন আকাশ ছুঁল ।

taapsee pannu rashmi rocket
taapsee pannu rashmi rocket
author img

By

Published : Jan 24, 2021, 5:49 PM IST

গুজরাট : 'রশমি রকেট'-এর শুটিং করতে প্রতিদিন নিজের লোকেশন বদল করছেন তাপসী পান্নু । তাঁর সাম্প্রতিকতম লোকেশন হল কচ্ছের রণ । সেখানেই রশমির শেষ শিডিউলের শুটিং শুরু হয়েছে ।

নোনা জমির উপর সানগ্লাস পরে বসে রয়েছেন তাপসী । রোদ এসে ধুয়ে দিয়ে যাচ্ছে তাঁকে । শ্বেত শুভ্র ধুঁ ধুঁ মাটিতে বসে ভাবুক হয়ে উঠেছেন অভিনেত্রী ।

ছবিটি শেয়ার করে তাপসী ক্যাপশনে লিখেছেন, "খারা খারা দেশ রে...মিঠা মিঠা লাগে রে..." অর্থাৎ নোনা দেশে এসেও বড় মিষ্টি লাগছে অভিনেত্রীর ।

দেখে নিন তাঁর পোস্ট

ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসী । 'রশমি রকেট' ছাড়াও 'সাবাস মিঠু', 'হাসিন দিলরুবা' ও 'লুপ লপেটা'-র মতো ছবি রয়েছে তাঁর কিটিতে । একটা ছাড়ছেন, আর একটা ধরছেন, দম ফেলার সময় নেই তাপসীর ।

গুজরাট : 'রশমি রকেট'-এর শুটিং করতে প্রতিদিন নিজের লোকেশন বদল করছেন তাপসী পান্নু । তাঁর সাম্প্রতিকতম লোকেশন হল কচ্ছের রণ । সেখানেই রশমির শেষ শিডিউলের শুটিং শুরু হয়েছে ।

নোনা জমির উপর সানগ্লাস পরে বসে রয়েছেন তাপসী । রোদ এসে ধুয়ে দিয়ে যাচ্ছে তাঁকে । শ্বেত শুভ্র ধুঁ ধুঁ মাটিতে বসে ভাবুক হয়ে উঠেছেন অভিনেত্রী ।

ছবিটি শেয়ার করে তাপসী ক্যাপশনে লিখেছেন, "খারা খারা দেশ রে...মিঠা মিঠা লাগে রে..." অর্থাৎ নোনা দেশে এসেও বড় মিষ্টি লাগছে অভিনেত্রীর ।

দেখে নিন তাঁর পোস্ট

ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসী । 'রশমি রকেট' ছাড়াও 'সাবাস মিঠু', 'হাসিন দিলরুবা' ও 'লুপ লপেটা'-র মতো ছবি রয়েছে তাঁর কিটিতে । একটা ছাড়ছেন, আর একটা ধরছেন, দম ফেলার সময় নেই তাপসীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.