মুম্বই : বাড়ির পরিচারককে বাড়ি ফিরিয়ে আনতে গাড়ি পাঠিয়েছিলেন রণবীর শোরে । কিন্তু, ফেরার পথেই সেই গাড়ি বাজেয়াপ্ত করে নিয়েছে পুলিশ । কাগজপত্র দেখানো সত্ত্বেও গাড়ি ছাড়াতে পারছেন না তিনি । উলটে তাঁর বিরুদ্ধে FIR হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ।
রণবীর বলেন, "পাঁচদিন আগে আমার পরিচারক বিনোদের বাড়ি যাওয়ার প্রয়োজন হয়ে পরে । কারণ ওঁর বউয়ের ডেলিভারি হওয়ার কথা ছিল । হাসপাতাল থেকে বউ ডিসচার্জড হওয়ার পর বিনোদের ফিরে আসার কথা ছিল । ওঁকে আনার জন্য আমার গাড়িটা পাঠিয়েছিলাম । কিন্তু ফেরার পথে পুলিশ গাড়িটা বাজেয়াপ্ত করে নিয়েছে । আমি এখন থানায় বসে ।"
অভিনেতা আরও বলেন, "আমি সমস্ত কাগজপত্র দেখিয়েছি । পুরো ব্যাপারটা বুঝিয়েছি । অফিসার ইন চার্জ আমায় প্রশ্ন করছেন "বউয়ের ডেলিভারি তো বিনোদের যাওয়ার দরকার পড়ল কেন ? এটা কি কোনও মেডিকেল এমার্জেন্সি ?" এখন এদের আমি কী বোঝাব ? আমি জানি না ।"
প্রায় পাঁচ ঘণ্টা ধরে থানায় আটকে রয়েছেন রণবীর । সঙ্গে রয়েছেন বিনোদ ও তাঁর গাড়ির চালক । রণবীরের বাবা ক্য়ানসার আক্রান্ত । তাঁকে এই অবস্থায় একা রেখে এতক্ষণ বাইরে থাকতে হচ্ছে বলে দুশ্চিন্তায় অভিনেতা ।
কোথায় ভুল হল বুঝে উঠতে পারছেন না রণবীর । আর এদিকে তাঁর বিরুদ্ধে FIR করার হুমকি দিচ্ছেন পুলিশ । নিরুপায় অভিনেতা উত্তর খুঁজে যাচ্ছেন ।