মুম্বই : স্টাইল আর কায়দায় রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার । তিনি কোথাও গেলে সমস্ত চোখ তাঁরই দিকে আকর্ষিত হয় । তবে শুধুমাত্র এখন বলে নয়, ছোটো থেকেই স্টাইলিশ রণবীর । প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক ছবিতে ।
গোল গলা শার্ট, নীল জিন্স পরে শান্ত ছেলের মতো বসে রয়েছেন রণবীর । ক্যাপশনে লেখা "সবসময় স্টাইলে থাকবে.." রণবীরের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ।
সোমবারটা মোটেই ভালো লাগে না রণবীরের । অদ্ভুত সমস্ত অভিব্যক্তি দিয়ে সোমবারগুলোতে ছবি পোস্ট করেন তিনি । কিন্তু, বুধবারটা বোধহয় খুব ভালো ভাবে শুরু হয়েছে রণবীরের । তাই এক সুন্দর ছবি দিয়ে নেটিজেনদের মনোরঞ্জন করলেন অভিনেতা ।
কাজের ক্ষেত্রে রণবীরের বেশ অনেকগুলো প্রোজেক্ট হাতে রয়েছে । '83', 'জয়েশভাই জোরদার'-এর মতো বড় বড় ব্যানারের ছবি অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য । তাঁকে বড় পরদায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শকও ।
তবে যতদিন না সেটা হচ্ছে, সোশাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বহাল রেখেছেন অভিনেতা । দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">