ETV Bharat / sitara

'83'-র নতুন পোস্টার শেয়ার রণবীরের - রণবীর সিং

'83' ছবিতে প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্তের চরিত্রে অভিনয় করেছেন জিভা । আজ তাঁর ফার্স্ট লুক পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন রণবীর ।

xcv
xcv
author img

By

Published : Jan 12, 2020, 6:02 PM IST

মুম্বই : '83' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং । সম্প্রতি এই ছবির আরও একটি পোস্টার শেয়ার করেন তিনি । ছবিতে প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্তের চরিত্রে অভিনয় করেছেন জিভা । তাঁর ফার্স্ট লুক পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন রণবীর ।

গতকাল ছবিতে সুনীল গাভাস্করের চরিত্রে যিনি অভিনয় করছেন তাঁর ফার্স্টলুক পোস্টার শেয়ার করেন রণবীর । ওই চরিত্রে অভিনয় করেছেন তাহির রাজ বাসিন ।

সালটা 1983 । কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় ভারত । যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে লেখা রয়েছে । সেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত । কপিল দেবের পারফরম্যান্স ছিল অসাধারণ । বিশ্বকাপ জেতার সেই কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে ।

কপিল দেবের চরিত্র স্ক্রিনে ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন রণবীর । রপ্ত করতে হয়েছিল কপিল দেবের প্রতিটি শটও । কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ।

2019 সালের মে থেকে লন্ডনে এই ছবির শুটিং শুরু হয় । সব ঠিক থাকলে এপ্রিলে মুক্তি পাবে ছবিটি । ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন মধু মন্টেনা, সাজিদ নাদিয়াওয়ালা ও রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট ।

মুম্বই : '83' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং । সম্প্রতি এই ছবির আরও একটি পোস্টার শেয়ার করেন তিনি । ছবিতে প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্তের চরিত্রে অভিনয় করেছেন জিভা । তাঁর ফার্স্ট লুক পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন রণবীর ।

গতকাল ছবিতে সুনীল গাভাস্করের চরিত্রে যিনি অভিনয় করছেন তাঁর ফার্স্টলুক পোস্টার শেয়ার করেন রণবীর । ওই চরিত্রে অভিনয় করেছেন তাহির রাজ বাসিন ।

সালটা 1983 । কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় ভারত । যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে লেখা রয়েছে । সেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত । কপিল দেবের পারফরম্যান্স ছিল অসাধারণ । বিশ্বকাপ জেতার সেই কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে ।

কপিল দেবের চরিত্র স্ক্রিনে ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন রণবীর । রপ্ত করতে হয়েছিল কপিল দেবের প্রতিটি শটও । কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ।

2019 সালের মে থেকে লন্ডনে এই ছবির শুটিং শুরু হয় । সব ঠিক থাকলে এপ্রিলে মুক্তি পাবে ছবিটি । ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন মধু মন্টেনা, সাজিদ নাদিয়াওয়ালা ও রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.