ETV Bharat / sitara

'সার্কাস'-এর সেটে রণবীর-রোহিতের পাগলামি - রণবীর সিংয়ের খবর

রণবীর সিং মানেই হুল্লোড়, মজা, পাগলামি । আর তাঁর সঙ্গে যদি রোহিত শেট্টির দেখা হয় তাহলে তো কথাই নেই । 'সার্কাস'-এর সেটে দাপাদাপি করছেন রণবীর আর রোহিত ।

ranveer singh with rohit shetty
ranveer singh with rohit shetty
author img

By

Published : Dec 28, 2020, 10:04 PM IST

মুম্বই : 'সিম্বা' পূরণ করল দু'বছর । আর আজ সেই ছবির পরিচালক রোহিত শেট্টির সঙ্গেই দ্বিতীয় ছবি শুট করছেন রণবীর সিং । কি মজার ব্যাপার নয় ?

রোহিত পরিচালিত 'সার্কাস'-এর শুটিং চলছে । সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন ফিল্মের হিরো রণবীর সিং ।

'সিম্বা' আর 'সার্কাস' মিলিয়ে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "সার্কাস-এর সেটে সিম্বা 2-এর ফিল্ডিং ।"

ছবিটিতে রোহিত বেশ একটা নাটুকে অভিব্যক্তি নিয়ে বসে আছেন । আর রণবীর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে । দেখে নিন...

এই পোস্ট দেখে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি 'সিম্বা'-র পার্ট 2 আসছে ? সেই উত্তর যদিও পাওয়া যায়নি । তবে সিম্বার চরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন রণবীর ।

এই ব্লকবাস্টার হিট ছবির দু'বছরের জন্মদিনে একটি ভিডিয়োও শেয়ার করেছেন অভিনেতা । লিঙ্ক রইল...

মুম্বই : 'সিম্বা' পূরণ করল দু'বছর । আর আজ সেই ছবির পরিচালক রোহিত শেট্টির সঙ্গেই দ্বিতীয় ছবি শুট করছেন রণবীর সিং । কি মজার ব্যাপার নয় ?

রোহিত পরিচালিত 'সার্কাস'-এর শুটিং চলছে । সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন ফিল্মের হিরো রণবীর সিং ।

'সিম্বা' আর 'সার্কাস' মিলিয়ে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "সার্কাস-এর সেটে সিম্বা 2-এর ফিল্ডিং ।"

ছবিটিতে রোহিত বেশ একটা নাটুকে অভিব্যক্তি নিয়ে বসে আছেন । আর রণবীর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে । দেখে নিন...

এই পোস্ট দেখে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি 'সিম্বা'-র পার্ট 2 আসছে ? সেই উত্তর যদিও পাওয়া যায়নি । তবে সিম্বার চরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন রণবীর ।

এই ব্লকবাস্টার হিট ছবির দু'বছরের জন্মদিনে একটি ভিডিয়োও শেয়ার করেছেন অভিনেতা । লিঙ্ক রইল...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.