ETV Bharat / sitara

ফ্যামিলি হোয়াটস্যাপ গ্রুপে দীপিকাকে নিয়ে কমপ্লেন রণবীরের - রণবীর সিং

নিজেদের ফ্যামিলি হোয়াটস্যাপ গ্রুপে দীপিকাকে নিয়ে কমপ্লেন করলেন রণবীর সিং । কী এমন হল দম্পতির মধ্যে ?

ranveer singh complaints about deepika padukone
ranveer singh complaints about deepika padukone
author img

By

Published : Apr 6, 2020, 9:05 PM IST

মুম্বই : সব ব্যাপারে খুব পার্টিকুলার দীপিকা পাড়ুকোন । বাড়িতে থাকাকালীন স্থির বসতে পারেন না তিনি । কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন । আর এই বিষয়টা নিয়েই আপত্তি রণবীর সিংয়ের । ফ্য়ামিলি হোয়াটস্য়াপ গ্রুপে সেই নিয়ে কমপ্লেনও করেন তিনি ।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দীপিকা বলেন, "আমায় সবাই বলে, তুমি এক জায়গায় বসতে পারো না ? তোমায় কি সবসময় কিছু না কিছু করতে হবে ? আমি সবসময় কিছু না কিছু করতে থাকি, জানি না কেন । রণবীর তো আমায় ফটফট বলে ডাকে ।"

এরপর একটা মজার ঘটনা বললেন দীপিকা । বললেন, "একদিন বাড়ি পরিষ্কার করতে করতে আমার পিঠে চোট লাগে । রণবীর নিচে জিমে যাওয়ার আগে আমায় বারবার বিছানায় রেস্ট করতে বলে । কিন্তু, আমি বসে বসে বোর হয়ে যাই ।"

ranveer singh complaints about deepika padukone
রণবীর-দীপিকা

বলতে থাকেন দীপিকা.."এর 20 মিনিট পরে আমায় সারপ্রাইজ় দিতে ফিরে আসে রণবীর । এসে দেখে আমি বিছানায় নেই, একটা তাক পরিষ্কার করার চেষ্টা করছি । দেখে ও খুব রেগে যায় । বলে তোমায় সবসময় ফট ফট করে যেতে হবে ?"

আপাতত সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন রণবীর-দীপিকা । কোরোনা মোকাবিলায় দম্পতি এক বিশাল অঙ্কের টাকা দান করেছেন PM কেয়ার্স ফান্ডে ।

মুম্বই : সব ব্যাপারে খুব পার্টিকুলার দীপিকা পাড়ুকোন । বাড়িতে থাকাকালীন স্থির বসতে পারেন না তিনি । কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন । আর এই বিষয়টা নিয়েই আপত্তি রণবীর সিংয়ের । ফ্য়ামিলি হোয়াটস্য়াপ গ্রুপে সেই নিয়ে কমপ্লেনও করেন তিনি ।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দীপিকা বলেন, "আমায় সবাই বলে, তুমি এক জায়গায় বসতে পারো না ? তোমায় কি সবসময় কিছু না কিছু করতে হবে ? আমি সবসময় কিছু না কিছু করতে থাকি, জানি না কেন । রণবীর তো আমায় ফটফট বলে ডাকে ।"

এরপর একটা মজার ঘটনা বললেন দীপিকা । বললেন, "একদিন বাড়ি পরিষ্কার করতে করতে আমার পিঠে চোট লাগে । রণবীর নিচে জিমে যাওয়ার আগে আমায় বারবার বিছানায় রেস্ট করতে বলে । কিন্তু, আমি বসে বসে বোর হয়ে যাই ।"

ranveer singh complaints about deepika padukone
রণবীর-দীপিকা

বলতে থাকেন দীপিকা.."এর 20 মিনিট পরে আমায় সারপ্রাইজ় দিতে ফিরে আসে রণবীর । এসে দেখে আমি বিছানায় নেই, একটা তাক পরিষ্কার করার চেষ্টা করছি । দেখে ও খুব রেগে যায় । বলে তোমায় সবসময় ফট ফট করে যেতে হবে ?"

আপাতত সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন রণবীর-দীপিকা । কোরোনা মোকাবিলায় দম্পতি এক বিশাল অঙ্কের টাকা দান করেছেন PM কেয়ার্স ফান্ডে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.