ETV Bharat / sitara

"মায়ের আচরণ সমস্যার সৃষ্টি করে", দাবি রাণুর মেয়ে স্বাতীর

author img

By

Published : Nov 30, 2019, 4:04 PM IST

রাণু মণ্ডলের আচরণ নিয়ে সমালোচনার শেষ নেই সোশাল মিডিয়ায়। তৈরি হয়েছে অসংখ্য মিম। এই সমস্ত ট্রোলারদের বিরুদ্ধে মুখ খুললেন রাণুর মেয়ে এলিজ়াবেথ স্বাতী রায়।

Ranu's daughter hits back trollers
Ranu's daughter hits back trollers

মুম্বই : কোনও সেলেব্রিটিকে নিয়ে মজা করা, বা তাঁর আচরণের কারণে সমালোচনা করা একটা ন্যাচরাল বিষয়। কিন্তু, যে মানুষটা সেভাবে কোনওদিন ভদ্র সমাজে মেশেননি,কোনওদিন যাঁর গ্রুমিং হয়নি, সেই রাণু মণ্ডলকে নিয়ে এত ট্রোল, এত মিম তৈরি করা কি খুব প্রয়োজনীয় ? কোনও কোনও ক্ষেত্রে আবার মিমের ছবি বা ট্রোলের ভাষা শালীনতার মাত্রা অবধি ছাড়িয়ে গেছে। সবকিছু নিয়ে মুখ খুললেন রাণুর মেয়ে এলিজ়াবেথ স্বাতী রায়।

স্বাতী IANS-কে বলেন, "এভাবে ওঁকে ট্রোল করা হচ্ছে দেখে খুব খারাপ লাগে। এটা সত্যি যে মায়ের আচরণগত সমস্যা রয়েছে, সেটা সমস্যারও সৃষ্টি করে। কিন্তু, যে মানুষটা এত স্ট্রাগল করার পর একটু সাফল্য পেতে শুরু করেছে, তাঁকে এভাবে ট্রোল করাটা খুব দুঃখের।"

Ranu's daughter hits back trollers
.

তিনি আরও বলেন যে, "মাকে ব়্যাম্পে হাঁটানোর কি খুব প্রয়োজন ছিল? ওরা কেন এরকম করছে? উনি একজন গায়িকা, মডেল নয়। মা তো কোনও বিশাল পরিবার থেকে আসেনি, এক দরিদ্র পরিবার থেকে এসেছে। ফলে গ্রুমিংয়ের কোনও সুযোগ হয়নি। রাস্তায় বসে গান গাইত মা, আর হঠাৎ করেই সাফল্য পেয়ে যায় একদিন।"

কেন এত মানুষ একসঙ্গে ট্রোল করতে শুরু করল রাণুকে। এর একটা কারণও খুঁজে বের করেছেন স্বাতী। তিনি বললেন, "মায়ের কোনও এক ভক্ত সেলফি তুলতে চাওয়ায় মা টাচ করতে বারণ করে। আমার মনে হয় মায়ের এই আচরণের কারণেই সবাই রেগে গেছে। আর তারা তাদের রাগকে প্রকাশ করছে ট্রোলিংয়ের মাধ্যমে।"

Ranu's daughter hits back trollers
সৌজন্যে IANS

কিন্তু, স্বাতী আশাবাদী যে, এত নেগেটিভিটির পরও রাণুকে মানুষ মনে রাখবে তাঁর গানের জন্য, তাঁর প্রতিভার জন্য।

মুম্বই : কোনও সেলেব্রিটিকে নিয়ে মজা করা, বা তাঁর আচরণের কারণে সমালোচনা করা একটা ন্যাচরাল বিষয়। কিন্তু, যে মানুষটা সেভাবে কোনওদিন ভদ্র সমাজে মেশেননি,কোনওদিন যাঁর গ্রুমিং হয়নি, সেই রাণু মণ্ডলকে নিয়ে এত ট্রোল, এত মিম তৈরি করা কি খুব প্রয়োজনীয় ? কোনও কোনও ক্ষেত্রে আবার মিমের ছবি বা ট্রোলের ভাষা শালীনতার মাত্রা অবধি ছাড়িয়ে গেছে। সবকিছু নিয়ে মুখ খুললেন রাণুর মেয়ে এলিজ়াবেথ স্বাতী রায়।

স্বাতী IANS-কে বলেন, "এভাবে ওঁকে ট্রোল করা হচ্ছে দেখে খুব খারাপ লাগে। এটা সত্যি যে মায়ের আচরণগত সমস্যা রয়েছে, সেটা সমস্যারও সৃষ্টি করে। কিন্তু, যে মানুষটা এত স্ট্রাগল করার পর একটু সাফল্য পেতে শুরু করেছে, তাঁকে এভাবে ট্রোল করাটা খুব দুঃখের।"

Ranu's daughter hits back trollers
.

তিনি আরও বলেন যে, "মাকে ব়্যাম্পে হাঁটানোর কি খুব প্রয়োজন ছিল? ওরা কেন এরকম করছে? উনি একজন গায়িকা, মডেল নয়। মা তো কোনও বিশাল পরিবার থেকে আসেনি, এক দরিদ্র পরিবার থেকে এসেছে। ফলে গ্রুমিংয়ের কোনও সুযোগ হয়নি। রাস্তায় বসে গান গাইত মা, আর হঠাৎ করেই সাফল্য পেয়ে যায় একদিন।"

কেন এত মানুষ একসঙ্গে ট্রোল করতে শুরু করল রাণুকে। এর একটা কারণও খুঁজে বের করেছেন স্বাতী। তিনি বললেন, "মায়ের কোনও এক ভক্ত সেলফি তুলতে চাওয়ায় মা টাচ করতে বারণ করে। আমার মনে হয় মায়ের এই আচরণের কারণেই সবাই রেগে গেছে। আর তারা তাদের রাগকে প্রকাশ করছে ট্রোলিংয়ের মাধ্যমে।"

Ranu's daughter hits back trollers
সৌজন্যে IANS

কিন্তু, স্বাতী আশাবাদী যে, এত নেগেটিভিটির পরও রাণুকে মানুষ মনে রাখবে তাঁর গানের জন্য, তাঁর প্রতিভার জন্য।

Intro:Body:

"মায়ের আচরণ বরাবর সমস্যা তৈরি করে", দাবি রাণুর মেয়ে স্বাতীর



রাণু মণ্ডলের আচরণ নিয়ে সমালোচনার শেষ নেই সোশাল মিডিয়ায়। তৈরি হয়েছে অসংখ্য মিম। এই সমস্ত ট্রোলারদের বিরুদ্ধে মুখ খুললেন রাণুর মেয়ে এলিজ়াবেথ স্বাতী রায়।



মুম্বই : কোনও সেলেব্রিটিকে নিয়ে মজা করা, বা তাঁর আচরণের কারণে সমালোচনা করা একটা ন্যাচরাল বিষয়। কিন্তু, যে মানুষটা সেভাবে কোনওদিন ভদ্র সমাজে মেশেননি,কোনওদিন যাঁর গ্রুমিং হয়নি, সেই রাণু মণ্ডলকে নিয়ে এত ট্রোল, এত মিম তৈরি করা কি খুব প্রয়োজনীয় ? কোনও কোনও ক্ষেত্রে আবার মিমের ছবি বা ট্রোলের ভাষা শালীনতার মাত্রা অবধি ছাড়িয়ে গেছে। সবকিছু নিয়ে মুখ খুললেন রাণুর মেয়ে এলিজ়াবেথ স্বাতী রায়।



স্বাতী IANS-কে বলেন, "এভাবে ওঁকে ট্রোল করা হচ্ছে দেখে খুব খারাপ লাগে। এটা সত্যি যে মায়ের আচরণগত সমস্যা রয়েছে, সেটা সমস্যারও সৃষ্টি করে। কিন্তু, যে মানুষটা এত স্ট্রাগল করার পর একটু সাফল্য পেতে শুরু করেছে, তাঁকে এভাবে ট্রোল করাটা খুব দুঃখের।"



তিনি আরও বলেন যে, "মাকে ব়্যাম্পে হাঁটানোর কি খুব প্রয়োজনীয় ছিল? ওরা কেন এরকম করছে? উনি একজন গায়িকা, মডেল নয়। মা তো কোনও বিশাল পরিবার থেকে আসেনি, এক দরিদ্র পরিবার থেকে এসেছে। ফলে গ্রুমিংয়ের কোনও সুযোগ হয়নি। রাস্তায় বসে গান গাইত মা, আর হঠাৎ করেই সাফল্য পেয়ে যায় একদিন।"



কেন এত মানুষ একসঙ্গে ট্রোল করতে শুরু করল রাণুকে। এর একটা কারণও খুঁজে বের করেছেন স্বাতী। তিনি বললেন, "মায়ের কোনও এক ভক্ত সেলফি তুলতে চাওয়ায় মা টাচ করতে বারণ করে। আমার মনে হয় মায়ের এই আচরণের কারণেই সবাই রেগে গেছে। আর তারা তাদের রাগকে প্রকাশ করছে ট্রোলিংয়ের মাধ্যমে।"



কিন্তু, স্বাতী আশাবাদী যে, এত নেগেটিভিটির পরও রাণুকে মানুষ মনে রাখবে তাঁর গানের জন্য, তাঁর প্রতিভার জন্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.