ETV Bharat / sitara

চাইলেই তাপসী-স্বরাকে কোর্টে টেনে নিয়ে যাব, ঘোষণা রঙ্গোলির - তাপসী পান্নুর খবর

চাইলেই তাপসী পান্নু আর স্বরা ভাস্করের মতো বি-গ্রেড অভিনেত্রীদের কোর্টে টেনে নিয়ে যেতে পারেন রঙ্গোলি চান্দেল । তবে কঙ্গনা রানাওয়াতের অনিচ্ছায় কিছু করতে চান না তিনি । সোশাল মিডিয়ায় ঘোষণা কঙ্গনার দিদি রঙ্গোলির ।

kangana against Taapsee pannu and swara Bhaskar
kangana against Taapsee pannu and swara Bhaskar
author img

By

Published : Nov 28, 2020, 3:00 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বাংলো ভাঙার ঘটনাকে নাকি আইনি বলে দাবি করেছিলেন তাপসী পান্নু ও স্বরা ভাস্কর । তবে সম্প্রতি বোম্বে হাইকোর্ট জানিয়েছে যে, অসৎ উদ্দেশে ভাঙা হয়েছিল কঙ্গনার পালি হিলসের বাংলো । তাই এখন চাইলেই তাপসী আর স্বরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন কঙ্গনা ।

সোশাল মিডিয়ায় এই ঘোষণা করলেন কঙ্গনার দিদি রঙ্গোলি । তিনি পারলে এখনই তাপসী আর স্বরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন । তবে বোনের অনিচ্ছায় কিছু করতে চান না তিনি । সহৃদয় কঙ্গনা নাকি সহকর্মীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে চান না ।

তাপসী আর স্বরার উদ্দেশে রঙ্গোলি লিখেছেন, "যখন আমাদের পুরো পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তাপসী আর স্বরার মতো বি-গ্রেড অভিনেত্রীরা বিষয়টা নিয়ে হাসাহাসি করছিলেন । তারা এই ঘটনাকে আইনি বলে দাবি করছিলেন ।"

কঙ্গনাকে হিংসে করেন তাপসী আর স্বরা । আর তাই জন্যই তারা এই ধরনের আক্রমণ করে থাকেন, দাবি রঙ্গোলির । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বাংলো ভাঙার ঘটনাকে নাকি আইনি বলে দাবি করেছিলেন তাপসী পান্নু ও স্বরা ভাস্কর । তবে সম্প্রতি বোম্বে হাইকোর্ট জানিয়েছে যে, অসৎ উদ্দেশে ভাঙা হয়েছিল কঙ্গনার পালি হিলসের বাংলো । তাই এখন চাইলেই তাপসী আর স্বরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন কঙ্গনা ।

সোশাল মিডিয়ায় এই ঘোষণা করলেন কঙ্গনার দিদি রঙ্গোলি । তিনি পারলে এখনই তাপসী আর স্বরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন । তবে বোনের অনিচ্ছায় কিছু করতে চান না তিনি । সহৃদয় কঙ্গনা নাকি সহকর্মীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে চান না ।

তাপসী আর স্বরার উদ্দেশে রঙ্গোলি লিখেছেন, "যখন আমাদের পুরো পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তাপসী আর স্বরার মতো বি-গ্রেড অভিনেত্রীরা বিষয়টা নিয়ে হাসাহাসি করছিলেন । তারা এই ঘটনাকে আইনি বলে দাবি করছিলেন ।"

কঙ্গনাকে হিংসে করেন তাপসী আর স্বরা । আর তাই জন্যই তারা এই ধরনের আক্রমণ করে থাকেন, দাবি রঙ্গোলির । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.