মুম্বই : প্রয়োজনে বা কখনও কখনও অপ্রয়োজনেও নিজের মতামত প্রকাশ করতে ছাড়েন না রঙ্গোলি । সোশাল মিডিয়ায় তিনি অতিরিক্ত অ্যাক্টিভ । বান্দ্রার শ্রমিক জমায়েত নিয়েও মোদিকে উদ্দেশ্য করে নিজের মত জানালেন রঙ্গোলি । কথা বললেন শ্রমিকদের বিরুদ্ধে ।
রঙ্গোলি একটি টুইটে লিখেছেন, "মোদিজিকে আমার অনুরোধ, কেউ যদি মরতে চায়, তাহলে তাকে আটকাবেন না । কিন্তু দয়া করে অন্য রাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে দেবেন না ।" হাত জোড় করা প্রণামের ইমোজি দিয়ে মোদিকে শ্রদ্ধা জানাতেও ভোলেননি রঙ্গোলি ।
রঙ্গোলির এই মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা । এরকম একটা স্পর্শকাতর বিষয়ে কেউ কী করে এই মন্তব্য করেন ? প্রশ্ন তুলেছেন তারা । দেখে নিন রঙ্গোলির পোস্ট...
-
My request to Modi ji people who want to die please don’t stop them...but please don’t let them carry the virus to other states 🙏🙏🙏 https://t.co/BMSJLIVK8P
— Rangoli Chandel (@Rangoli_A) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My request to Modi ji people who want to die please don’t stop them...but please don’t let them carry the virus to other states 🙏🙏🙏 https://t.co/BMSJLIVK8P
— Rangoli Chandel (@Rangoli_A) April 14, 2020My request to Modi ji people who want to die please don’t stop them...but please don’t let them carry the virus to other states 🙏🙏🙏 https://t.co/BMSJLIVK8P
— Rangoli Chandel (@Rangoli_A) April 14, 2020
আপাতত কঙ্গনা, রঙ্গোলি ও তাঁদের পরিবার মানালিতে কোয়ারেন্টাইনে রয়েছেন । কঙ্গনা নিজে সোশাল মিডিয়ায় না থাকলেও, তাঁর টিম বিভিন্ন সময়ের ছবি ও ভিডিয়ো শেয়ার করে জানান দিচ্ছে অভিনেত্রীর লকডাউন অ্যাক্টিভিটি ।