ETV Bharat / sitara

নতুন রূপে ফিরছে রাজ কাপুর প্রতিষ্ঠিত আর.কে.ফিল্মস - রণধীর কাপুরের খবর

খুব তাড়াতাড়ি ফিরছে রাজ কাপুর প্রতিষ্ঠিত আর.কে.ফিল্মস । নিশ্চিত করলেন রণধীর কাপুর । এই প্রযোজনা সংস্থার ব্যানারে একটি ফিল্ম তৈরির ঘোষণাও করলেন রণধীর ।

RK films to come back
RK films to come back
author img

By

Published : Oct 11, 2020, 4:50 PM IST

মুম্বই : 1948 সালের কথা । দেশ স্বাধীনতা পাওয়ার ঠিক পরের বছরেই নিজের এক প্রযোজনা সংস্থা খুলেছিলেন রাজ কাপুর, নাম ছিল আর.কে.ফিল্মস । এই ব্যানারের প্রথম প্রযোজিত ছবি ছিল 'আগ' । তবে প্রায় কুড়ি বছর হয়ে গেল নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে আর.কে.ফিল্মস । সেটিকে ফের নতুন করে তৈরি করার কথা জানালেন রাজের ছেলে রণধীর কাপুর ।

খুব তাড়াতাড়ি আবার ফিরবে এই প্রযোজনা সংস্থা । শুধু তাই নয়, আর.কে.ফিল্মসের ব্যানারে একটি লাভ স্টোরি তৈরি করবেন তিনি, জানালেন রণধীর ।

RK films to come back
রণধীর

এক সর্ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "হ্যাঁ, এটা সত্যি । আমরা আর.কে. ব্যানারকে নতুন করে তৈরি করছি । কয়েক মাসের মধ্যেই ফের ফিরছে এই প্রযোজনা সংস্থা । আর এই ব্যানারের অধীনে আমি একটি লাভ স্টোরিও পরিচালনা করব ।" তবে এর থেকে বেশি কিছু বলতে চাননি রাজ-পুত্র ।

1988 সালে রাজ কাপুর মারা যাওয়ার পর রণধীরের কাঁধেই পড়ে আর.কে.ফিল্মসের দায়িত্ব । তবে 1999 সালে 'আ অব লৌট চলে'-র পর আর কোনও ছবি মুক্তি পায়নি এই সংস্থা থেকে । ছবিটির পরিচালক ছিলেন ঋষি কাপুর ।

মুম্বই : 1948 সালের কথা । দেশ স্বাধীনতা পাওয়ার ঠিক পরের বছরেই নিজের এক প্রযোজনা সংস্থা খুলেছিলেন রাজ কাপুর, নাম ছিল আর.কে.ফিল্মস । এই ব্যানারের প্রথম প্রযোজিত ছবি ছিল 'আগ' । তবে প্রায় কুড়ি বছর হয়ে গেল নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে আর.কে.ফিল্মস । সেটিকে ফের নতুন করে তৈরি করার কথা জানালেন রাজের ছেলে রণধীর কাপুর ।

খুব তাড়াতাড়ি আবার ফিরবে এই প্রযোজনা সংস্থা । শুধু তাই নয়, আর.কে.ফিল্মসের ব্যানারে একটি লাভ স্টোরি তৈরি করবেন তিনি, জানালেন রণধীর ।

RK films to come back
রণধীর

এক সর্ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "হ্যাঁ, এটা সত্যি । আমরা আর.কে. ব্যানারকে নতুন করে তৈরি করছি । কয়েক মাসের মধ্যেই ফের ফিরছে এই প্রযোজনা সংস্থা । আর এই ব্যানারের অধীনে আমি একটি লাভ স্টোরিও পরিচালনা করব ।" তবে এর থেকে বেশি কিছু বলতে চাননি রাজ-পুত্র ।

1988 সালে রাজ কাপুর মারা যাওয়ার পর রণধীরের কাঁধেই পড়ে আর.কে.ফিল্মসের দায়িত্ব । তবে 1999 সালে 'আ অব লৌট চলে'-র পর আর কোনও ছবি মুক্তি পায়নি এই সংস্থা থেকে । ছবিটির পরিচালক ছিলেন ঋষি কাপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.