ETV Bharat / sitara

কবে মুক্তি পাচ্ছে রণবীরের 'অ্যানিমেল' ? - পরিণীতি চোপড়ার খবর

মুক্তির তারিখ পেল রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল' । 2020 সালের 31 ডিসেম্বর ছবিটির একটি টিজ়ার মুক্তি পায় । স্বল্পদৈর্ঘ্যের সেই টিজ়ার দর্শককে মাত করে দেয় । এবার জানা গেল মুক্তির তারিখ ।

Ranbir Kapoor animal release date
Ranbir Kapoor animal release date
author img

By

Published : Mar 2, 2021, 12:51 PM IST

মুম্বই : 'সঞ্জু'-র পর অনেকদিন রণবীর কাপুরের দেখা নেই পরদায় । তাঁকে দেখার জন্য মুখিয়ে সবাই । তবে চিন্তার কিছু নেই । একের পর এক ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে আসছেন অভিনেতা । 'অ্যানিমেল'-ও তার মধ্যে অন্যতম ।

জানা গেল 'অ্যানিমেল'-এর মুক্তির তারিখ । 2022 সালের দসেরার দিন মুক্তি পাবে ছবিটি । টিজ়ার দেখে বাবা-ছেলের গল্প মনে হলেও, তার চেয়ে অনেক বড় কিছু রয়েছে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা পরিচালিত 'অ্যানিমেল'-এ । সবটাই ক্রমশ প্রকাশ্য ।

রণবীর ছাড়া পরিণীতি চোপড়া, অনিল কাপুর, ববি দেওলের মতো তারকারা রয়েছে 'অ্যানিমেল'-এ । মনে করা হচ্ছে যে, অনিলই রণবীরের বাবার চরিত্রে অভিনয় করবেন । তাঁকে নাকি নৃশংস নিষ্ঠুর বাবা হিসেবে দেখা যাবে, যা তাঁর ছেলেকে 'অ্যানিমেল' অর্থাৎ পশুতে পরিণত করবে ।

গল্পটা ঠিক কী নিয়ে, সেই নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে অবিরাম । আসল প্লট জানা যাবে ট্রেলার মুক্তির পরেই । তার আগে দেখে নিন 'অ্যানিমেল'-এর টিজ়ার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : 'সঞ্জু'-র পর অনেকদিন রণবীর কাপুরের দেখা নেই পরদায় । তাঁকে দেখার জন্য মুখিয়ে সবাই । তবে চিন্তার কিছু নেই । একের পর এক ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে আসছেন অভিনেতা । 'অ্যানিমেল'-ও তার মধ্যে অন্যতম ।

জানা গেল 'অ্যানিমেল'-এর মুক্তির তারিখ । 2022 সালের দসেরার দিন মুক্তি পাবে ছবিটি । টিজ়ার দেখে বাবা-ছেলের গল্প মনে হলেও, তার চেয়ে অনেক বড় কিছু রয়েছে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা পরিচালিত 'অ্যানিমেল'-এ । সবটাই ক্রমশ প্রকাশ্য ।

রণবীর ছাড়া পরিণীতি চোপড়া, অনিল কাপুর, ববি দেওলের মতো তারকারা রয়েছে 'অ্যানিমেল'-এ । মনে করা হচ্ছে যে, অনিলই রণবীরের বাবার চরিত্রে অভিনয় করবেন । তাঁকে নাকি নৃশংস নিষ্ঠুর বাবা হিসেবে দেখা যাবে, যা তাঁর ছেলেকে 'অ্যানিমেল' অর্থাৎ পশুতে পরিণত করবে ।

গল্পটা ঠিক কী নিয়ে, সেই নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে অবিরাম । আসল প্লট জানা যাবে ট্রেলার মুক্তির পরেই । তার আগে দেখে নিন 'অ্যানিমেল'-এর টিজ়ার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.