বর্তমানে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সুখেই সংসার করছেন দীপিকা। কিন্তু, পুরোনো বিষয় নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি একবারেই পছন্দ নয় অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে রণবীরকে বলতে শোনা যায়, "আমার মনে হয় দীপিকার আমাকে নিয়ে কোনও সমস্য়া আছে। আমার মনে হয় এটা সবথেকে ভালো হত যদি দীপিকা এই বিষয়ে পাবলিক প্ল্য়াটফর্মে কথা না বলে আমার সঙ্গে কথা বলত।"
দীপিকাও উপযুক্ত জবাব দিয়েছেন রণবীরকে। তিনি বলেন, "হ্য়াঁ আমার সমস্য়া আছে। আমার মনে হয় আমি সেই সময়ে যে পরিস্থিতিতে ছিলাম, আমার জায়গায় অন্য় কেউ থাকলে সেও একই কাজ করত। আমাদেরকে নিয়ে অনেক কিছুই লেখা হয়। কিন্তু, আজকে অতীতকে পিছনে ফেলেই আমরা সামনে এগোচ্ছি।"