ETV Bharat / sitara

দীপিকার আমাকে নিয়ে কোনও সমস্য়া আছে : রণবীর কাপুর - break up

অনস্ক্রিনের মতো অফস্ক্রিনও দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের জুটিকে পছন্দ করতেন দর্শক। তাঁদের সম্পর্কের ব্য়াপারে বলিমহলে প্রায় সবাই ওয়াকিবহাল ছিলেন। কিন্তু, সেই সম্পর্কে ইতি টেনেছিলেন এই দম্পতি। দীপিকার দাবি ছিল তাঁকে চিট করেছেন রণবীর। বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে মুখও খুলেছেন দীপিকা। তবে এই দোষারোপকে ভালো চোখে দেখছেন না প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।

deepika ranbir
author img

By

Published : Feb 12, 2019, 10:10 AM IST

বর্তমানে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সুখেই সংসার করছেন দীপিকা। কিন্তু, পুরোনো বিষয় নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি একবারেই পছন্দ নয় অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে রণবীরকে বলতে শোনা যায়, "আমার মনে হয় দীপিকার আমাকে নিয়ে কোনও সমস্য়া আছে। আমার মনে হয় এটা সবথেকে ভালো হত যদি দীপিকা এই বিষয়ে পাবলিক প্ল্য়াটফর্মে কথা না বলে আমার সঙ্গে কথা বলত।"

দীপিকাও উপযুক্ত জবাব দিয়েছেন রণবীরকে। তিনি বলেন, "হ্য়াঁ আমার সমস্য়া আছে। আমার মনে হয় আমি সেই সময়ে যে পরিস্থিতিতে ছিলাম, আমার জায়গায় অন্য় কেউ থাকলে সেও একই কাজ করত। আমাদেরকে নিয়ে অনেক কিছুই লেখা হয়। কিন্তু, আজকে অতীতকে পিছনে ফেলেই আমরা সামনে এগোচ্ছি।"


বর্তমানে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সুখেই সংসার করছেন দীপিকা। কিন্তু, পুরোনো বিষয় নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি একবারেই পছন্দ নয় অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে রণবীরকে বলতে শোনা যায়, "আমার মনে হয় দীপিকার আমাকে নিয়ে কোনও সমস্য়া আছে। আমার মনে হয় এটা সবথেকে ভালো হত যদি দীপিকা এই বিষয়ে পাবলিক প্ল্য়াটফর্মে কথা না বলে আমার সঙ্গে কথা বলত।"

দীপিকাও উপযুক্ত জবাব দিয়েছেন রণবীরকে। তিনি বলেন, "হ্য়াঁ আমার সমস্য়া আছে। আমার মনে হয় আমি সেই সময়ে যে পরিস্থিতিতে ছিলাম, আমার জায়গায় অন্য় কেউ থাকলে সেও একই কাজ করত। আমাদেরকে নিয়ে অনেক কিছুই লেখা হয়। কিন্তু, আজকে অতীতকে পিছনে ফেলেই আমরা সামনে এগোচ্ছি।"


Intro:Body:

অনস্ক্রিনের মতো অফস্ক্রিনও দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের জুটিকে পছন্দ করতেন দর্শক। তাঁদের সম্পর্কের ব্য়াপারে বলিমহলে প্রায় সবাই ওয়াকিবহাল ছিলেন। কিন্তু, সেই সম্পর্কে ইতি টেনেছিলেন এই দম্পতি। দীপিকার দাবি ছিল তাঁকে চিট করেছেন রণবীর। বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে মুখও খুলেছেন দীপিকা। তবে এই দোষারোপকে ভালো চোখে দেখছেন না প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।



বর্তমানে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সুখেই সংসার করছেন দীপিকা। কিন্তু, পুরোনো বিষয় নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি একবারেই পছন্দ নয় অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে রণবীরকে বলতে শোনা যায়, "আমার মনে হয় দীপিকার আমাকে নিয়ে কোনও সমস্য়া আছে। আমার মনে হয় এটা সবথেকে ভালো হত যদি দীপিকা এই বিষয়ে পাবলিক প্ল্য়াটফর্মে কথা না বলে আমার সঙ্গে কথা বলত।"



দীপিকাও উপযুক্ত জবাব দিয়েছেন রণবীরকে। তিনি বলেন, "হ্য়াঁ আমার সমস্য়া আছে। আমার মনে হয় আমি সেই সময়ে যে পরিস্থিতিতে ছিলাম, আমার জায়গায় অন্য় কেউ থাকলে সেও একই কাজ করত। আমাদেরকে নিয়ে অনেক কিছুই লেখা হয়। কিন্তু, আজকে অতীতকে পিছনে ফেলেই আমরা সামনে এগোচ্ছি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.