ETV Bharat / sitara

বানগঙ্গায় ঋষি কাপুরের অস্থি বিসর্জন দিলেন রণবীর - rishi kapoor ashes

সব নিয়ম রীতি মেনে মুম্বইয়ের বানগঙ্গায় গতকাল বাবার অস্থি বিসর্জন দিলেন রণবীর কাপুর । সোশাল মিডিয়ায় ভাইরাল ওই মুহূর্তের একাধিক ভিডিয়ো ও ছবি ।

sdf
sdf
author img

By

Published : May 4, 2020, 8:17 AM IST

মুম্বই : ঋষি কাপুরের অস্থি বিসর্জন দেওয়ার কথা ছিল হরিদ্বারে । কিন্তু, লকডাউনের জেরে প্রশাসনের তরফে হরিদ্বার যাওয়ার অনুমতি পাননি পরিবারের সদস্যরা । সেই কারণেই মুম্বইয়ের বানগঙ্গায় বাবার অস্থি বিসর্জন দিলেন রণবীর কাপুর । গতকাল সকালে অস্থি বিসর্জন দেন তিনি । সোশাল মিডিয়ায় ভাইরাল ওই মুহূর্তের একাধিক ভিডিয়ো ও ছবি ।

অস্থি বিসর্জনের সময় রণবীরের সঙ্গে ছিলেন তাঁর মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর, বন্ধু ও পরিচালক অয়ন মুখার্জি এবং আলিয়া ভাট । সাদা পোশাকে দেখা গিয়েছে সবাইকেই । মুখে মাস্কও পরেছিলেন সবাই । তবে রীতি মেনে খালি পায়ে পুজোপাঠ করেন তাঁরা । ভিডিয়োতে, রীতি মেনে সব পুজো করতে দেখা গিয়েছে রণবীরকে । তারপর জলের মধ্যে অস্থি বিসর্জন করেন তিনি । সবশেষে রণবীর সহ পুরোহিতদের প্রণামও করেন সবাই ।

ভাইয়ের অস্থি বিসর্জন সম্পর্কে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে রণধীর কাপুর বলেছিলেন, "শনিবার আমরা বাড়িতে ঋষির স্মরণসভা রেখেছিলাম । অস্থি বিসর্জন দেওয়ার জন্য আমরা হরিদ্বারে যেতে চেয়েছিলাম । কিন্তু, প্রশাসনের থেকে এই মুহূর্তে সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি । সেই কারণে বানগঙ্গায় অস্থি বিসর্জন দেওয়া হবে ।"

2018-য় ক্যানসারে আক্রান্ত হন ঋষি । নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল । 2019-এর সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন । কিন্তু, দেশে ফেরার পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি । এই বছরের শুরুর দিকে দিল্লিতে ছিলেন । ফেব্রুয়ারির শুরুতে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বেশ কয়েকদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । এরপর দিল্লি থেকে মুম্বই ফিরে ফের অসুস্থ হন । জ্বর হওয়ায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে । তবে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ।

কিন্তু, বুধবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ঋষি । সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে । বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

সোশাল মিডিয়ায় ঘুরছে ঋষি কাপুরের স্মরণসভার একটি ছবি । যেখানে ঋষির ছবির দুই পাশে বসে থাকতে দেখা গিয়েছে রণবীর ও নীতুকে । রণবীরের মাথায় গেরুয়া পাগড়ি । কোরোনা সংক্রমণের আশঙ্কায় পরিবারের কয়েকজন সদস্যকে নিয়েই শোকসভার আয়োজন করা হয়েছিল ।

মুম্বই : ঋষি কাপুরের অস্থি বিসর্জন দেওয়ার কথা ছিল হরিদ্বারে । কিন্তু, লকডাউনের জেরে প্রশাসনের তরফে হরিদ্বার যাওয়ার অনুমতি পাননি পরিবারের সদস্যরা । সেই কারণেই মুম্বইয়ের বানগঙ্গায় বাবার অস্থি বিসর্জন দিলেন রণবীর কাপুর । গতকাল সকালে অস্থি বিসর্জন দেন তিনি । সোশাল মিডিয়ায় ভাইরাল ওই মুহূর্তের একাধিক ভিডিয়ো ও ছবি ।

অস্থি বিসর্জনের সময় রণবীরের সঙ্গে ছিলেন তাঁর মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর, বন্ধু ও পরিচালক অয়ন মুখার্জি এবং আলিয়া ভাট । সাদা পোশাকে দেখা গিয়েছে সবাইকেই । মুখে মাস্কও পরেছিলেন সবাই । তবে রীতি মেনে খালি পায়ে পুজোপাঠ করেন তাঁরা । ভিডিয়োতে, রীতি মেনে সব পুজো করতে দেখা গিয়েছে রণবীরকে । তারপর জলের মধ্যে অস্থি বিসর্জন করেন তিনি । সবশেষে রণবীর সহ পুরোহিতদের প্রণামও করেন সবাই ।

ভাইয়ের অস্থি বিসর্জন সম্পর্কে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে রণধীর কাপুর বলেছিলেন, "শনিবার আমরা বাড়িতে ঋষির স্মরণসভা রেখেছিলাম । অস্থি বিসর্জন দেওয়ার জন্য আমরা হরিদ্বারে যেতে চেয়েছিলাম । কিন্তু, প্রশাসনের থেকে এই মুহূর্তে সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি । সেই কারণে বানগঙ্গায় অস্থি বিসর্জন দেওয়া হবে ।"

2018-য় ক্যানসারে আক্রান্ত হন ঋষি । নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল । 2019-এর সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন । কিন্তু, দেশে ফেরার পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি । এই বছরের শুরুর দিকে দিল্লিতে ছিলেন । ফেব্রুয়ারির শুরুতে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বেশ কয়েকদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । এরপর দিল্লি থেকে মুম্বই ফিরে ফের অসুস্থ হন । জ্বর হওয়ায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে । তবে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ।

কিন্তু, বুধবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ঋষি । সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে । বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

সোশাল মিডিয়ায় ঘুরছে ঋষি কাপুরের স্মরণসভার একটি ছবি । যেখানে ঋষির ছবির দুই পাশে বসে থাকতে দেখা গিয়েছে রণবীর ও নীতুকে । রণবীরের মাথায় গেরুয়া পাগড়ি । কোরোনা সংক্রমণের আশঙ্কায় পরিবারের কয়েকজন সদস্যকে নিয়েই শোকসভার আয়োজন করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.