ETV Bharat / sitara

"রাম মন্দিরের জন্য অনেক মুসলমানও লড়াই করেছেন"

author img

By

Published : Aug 6, 2020, 10:10 AM IST

বললেন কঙ্গনা রানাওয়াত । আর সেই সমস্ত রিয়েল লাইফ চরিত্রদের নিজের ছবিতেও রাখবেন অভিনেত্রী । 'অপরাজিত অযোধ্যা' নামে একটি ছবি বানাচ্ছেন কঙ্গনা, যেটি 600 বছর ধরে চলে আসা রাম মন্দিরের ইতিহাসকে তুলে ধরবে সেলুলয়েডের পরদায় ।

kangna ranaut on ayodhya
kangna ranaut on ayodhya

মুম্বই : গতকাল অর্থাৎ 5 অগাস্ট একটি ঐতিহাসিক দিন ছিল অযোধ্য তথা ভারতের ইতিহাসে । অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 1992 সাল থেকে চলে আসা সেই বিতর্ক যেন কোথাও একটা পরিণতি পেল । এই প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াত চুপ থাকবেন ? না, সেটা কোনওভাবেই সম্ভব নয় ।

কঙ্গনা তাঁর আসন্ন ছবি 'অপরাজিত অযোধ্যা'-তে রাম মন্দিরের ইতিহাস তুলে ধরবেন । সেই জন্য অনেক পড়াশোনা করছেন তিনি । এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, "রাম মন্দিরের জন্য অনেক মুসলমানও লড়াই করেছেন । আমার ছবিতে সেই সব রিয়েল লাইফ চরিত্র থাকবে । রাম রাজ্য সব ধর্মের উর্ধ্বে । আমার ছবিও সেই গল্প বলবে ।"

কোরোনা পরিস্থিতি না থাকলে হয়তো গতকালই 'অপরাজিত অযোধ্যা'-র লোগো লঞ্চ হয়ে যেত, জানালেন কঙ্গনা । বললেন, "আশা করছি খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু হবে । অভিনেতাদের ছবির গল্প শোনানোর জন্য মুখিয়ে আছি আমি ।"

kangna ranaut on ayodhya
.

কঙ্গনা আরও বলেন, "রাম শুধুমাত্র ভগবান নন, তিনি পুরুষোত্তম, তিনি আলোক পুরুষ । উনি না থাকলেও ওঁর দেখানো পথ আজও প্রাসঙ্গিক । মন্দিরটা সেই পথের প্রতীক ।"

'অপরাজিত অযোধ্যা'-র স্ক্রিপ্ট লিখেছেন K.V. বিজেয়ন্দ্র প্রসাদ । তিনি 'বাহুবলী'-র স্ক্রিপ্টও লিখেছিলেন । ছবিটি প্রযোজনা করছে কঙ্গনার নিজস্ব প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্মস' ।

মুম্বই : গতকাল অর্থাৎ 5 অগাস্ট একটি ঐতিহাসিক দিন ছিল অযোধ্য তথা ভারতের ইতিহাসে । অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 1992 সাল থেকে চলে আসা সেই বিতর্ক যেন কোথাও একটা পরিণতি পেল । এই প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াত চুপ থাকবেন ? না, সেটা কোনওভাবেই সম্ভব নয় ।

কঙ্গনা তাঁর আসন্ন ছবি 'অপরাজিত অযোধ্যা'-তে রাম মন্দিরের ইতিহাস তুলে ধরবেন । সেই জন্য অনেক পড়াশোনা করছেন তিনি । এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, "রাম মন্দিরের জন্য অনেক মুসলমানও লড়াই করেছেন । আমার ছবিতে সেই সব রিয়েল লাইফ চরিত্র থাকবে । রাম রাজ্য সব ধর্মের উর্ধ্বে । আমার ছবিও সেই গল্প বলবে ।"

কোরোনা পরিস্থিতি না থাকলে হয়তো গতকালই 'অপরাজিত অযোধ্যা'-র লোগো লঞ্চ হয়ে যেত, জানালেন কঙ্গনা । বললেন, "আশা করছি খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু হবে । অভিনেতাদের ছবির গল্প শোনানোর জন্য মুখিয়ে আছি আমি ।"

kangna ranaut on ayodhya
.

কঙ্গনা আরও বলেন, "রাম শুধুমাত্র ভগবান নন, তিনি পুরুষোত্তম, তিনি আলোক পুরুষ । উনি না থাকলেও ওঁর দেখানো পথ আজও প্রাসঙ্গিক । মন্দিরটা সেই পথের প্রতীক ।"

'অপরাজিত অযোধ্যা'-র স্ক্রিপ্ট লিখেছেন K.V. বিজেয়ন্দ্র প্রসাদ । তিনি 'বাহুবলী'-র স্ক্রিপ্টও লিখেছিলেন । ছবিটি প্রযোজনা করছে কঙ্গনার নিজস্ব প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্মস' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.