ETV Bharat / sitara

জীবনে ওঠা-পড়া থাকবেই, সুন্দর নাম দিলেন রকুল - Rakul Preet Singh gym

জীবনে তো ওঠা-পড়া থাকবেই । তাকে কী বলে ? সুন্দর নাম দিলেন রকুলপ্রীত সিং ।

Rakul Preet Singh work out
Rakul Preet Singh work out
author img

By

Published : Jan 19, 2021, 12:39 PM IST

মুম্বই : পাঞ্জাবী বাড়ির মেয়ে রকুল প্রীত সিং । খাওয়াদাওয়ায় কমবেশি অনিয়ম হলেই শরীরে মেদ জমে যায় তাঁর । তাই প্রতিদিন জিমে গিয়ে মেদ ঝরাতে হয় রকুলকে ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রকুলপ্রীত । জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করছেন তিনি । দরদর ঘামে সমস্ত নেগেটিভিটিকে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী ।

ভিডিয়োর ক্যাপশনটি ভারি সুন্দর লিখেছেন রকুল । "জীবনে তো ওঠা-পড়া থাকেই । আমি তাকে স্কোয়াট বলি ।", লিখেছেন তিনি ।

স্কোয়াট, বাংলায় যাকে বলে বসা-ওঠা করা । ভিডিয়োর উপরে জ্বলজ্বল করছে দুটি শব্দ, 'কিপ মুভিং' আর 'সোয়েট' । ঘাম ঝরিয়ে সামনে এগিয়ে যেতে চান রকুল ।

দেখে নিন তাঁর ভিডিয়ো...

মুম্বই : পাঞ্জাবী বাড়ির মেয়ে রকুল প্রীত সিং । খাওয়াদাওয়ায় কমবেশি অনিয়ম হলেই শরীরে মেদ জমে যায় তাঁর । তাই প্রতিদিন জিমে গিয়ে মেদ ঝরাতে হয় রকুলকে ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রকুলপ্রীত । জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করছেন তিনি । দরদর ঘামে সমস্ত নেগেটিভিটিকে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী ।

ভিডিয়োর ক্যাপশনটি ভারি সুন্দর লিখেছেন রকুল । "জীবনে তো ওঠা-পড়া থাকেই । আমি তাকে স্কোয়াট বলি ।", লিখেছেন তিনি ।

স্কোয়াট, বাংলায় যাকে বলে বসা-ওঠা করা । ভিডিয়োর উপরে জ্বলজ্বল করছে দুটি শব্দ, 'কিপ মুভিং' আর 'সোয়েট' । ঘাম ঝরিয়ে সামনে এগিয়ে যেতে চান রকুল ।

দেখে নিন তাঁর ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.