ETV Bharat / sitara

NCB অফিসে রকুল প্রীত সিং - rakul preet singh drug probe

নারকোটিক্স কন্ট্রোল বিওরোর অফিসে পৌঁছলেন অভিনেত্রী রকুল প্রীত সিং । ড্রাগ নেওয়ার অভিযোগে অভিনেত্রীকে তলব করেছে NCB ।

Rakul Preet reached NCB Office
Rakul Preet reached NCB Office
author img

By

Published : Sep 25, 2020, 11:06 AM IST

Updated : Sep 25, 2020, 11:15 AM IST

মুম্বই : বলিউডে ড্রাগ চক্রে নাম জড়িয়েছে রকুল প্রীত সিংয়ের । এই কারণে গত পরশু অর্থাৎ 23 সেপ্টেম্বর অভিনেত্রীকে সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল বিওরো অর্থাৎ NCB । আর আজ তিনি পৌঁছলেন NCB-র দপ্তরে ।

কাচ তোলা গাড়িতে কিছু সময়ের জন্য দেখা গেল রকুলকে । মুখে মাস্ক আর চোখে সানগ্লাস পরে চুপ করে বসে অভিনেত্রী ।

দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..

আগামীকাল NCB-র অফিসে হাজিরা দিতে পারেন দীপিকা পাড়ুকোন । তাঁর নামও জড়িয়েছে তদন্ত চলাকালীন । সেলেব্রিটি ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে একইসঙ্গে তলব করা হয়েছে দীপিকাকে ।

গতকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর গোয়া থেকে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন । তাঁকে আনতে গোয়া গেছিলেন রণবীর সিং । মুম্বই এয়ারপোর্টে কিছু মুহূর্তের জন্য ক্যামেরাবন্দী করা যায় দম্পতিকে । সেখান থেকে সটান তাঁরা পৌঁছান 'বিউমন্ড টাওয়ার্স'-এ ।

প্রভাদেবীর এই বিলাসবহুল আবাসনে দীপিকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে । আজ সকাল থেকে আবাসনের সামনে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর । মুম্বই পুলিশের এক অফিশিয়াল জানিয়েছেন যে, এটা কেবলমাত্র একটি সতর্কতামূলক ব্যবস্থা ।

মুম্বই : বলিউডে ড্রাগ চক্রে নাম জড়িয়েছে রকুল প্রীত সিংয়ের । এই কারণে গত পরশু অর্থাৎ 23 সেপ্টেম্বর অভিনেত্রীকে সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল বিওরো অর্থাৎ NCB । আর আজ তিনি পৌঁছলেন NCB-র দপ্তরে ।

কাচ তোলা গাড়িতে কিছু সময়ের জন্য দেখা গেল রকুলকে । মুখে মাস্ক আর চোখে সানগ্লাস পরে চুপ করে বসে অভিনেত্রী ।

দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..

আগামীকাল NCB-র অফিসে হাজিরা দিতে পারেন দীপিকা পাড়ুকোন । তাঁর নামও জড়িয়েছে তদন্ত চলাকালীন । সেলেব্রিটি ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে একইসঙ্গে তলব করা হয়েছে দীপিকাকে ।

গতকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর গোয়া থেকে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন । তাঁকে আনতে গোয়া গেছিলেন রণবীর সিং । মুম্বই এয়ারপোর্টে কিছু মুহূর্তের জন্য ক্যামেরাবন্দী করা যায় দম্পতিকে । সেখান থেকে সটান তাঁরা পৌঁছান 'বিউমন্ড টাওয়ার্স'-এ ।

প্রভাদেবীর এই বিলাসবহুল আবাসনে দীপিকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে । আজ সকাল থেকে আবাসনের সামনে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর । মুম্বই পুলিশের এক অফিশিয়াল জানিয়েছেন যে, এটা কেবলমাত্র একটি সতর্কতামূলক ব্যবস্থা ।

Last Updated : Sep 25, 2020, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.