মুম্বই : হাতে সময় নেই বললেই চলে । কিন্তু, শরীরচর্চা করতেই হবে । ব্যস্ততার জন্য এখন জিমে যাওয়াও সম্ভব হচ্ছে না । আর সেই কারণে শরীরচর্চার এক অন্যরকম পথ বাতলে নিলেন রকুল প্রীত সিং ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে তাঁকে । পাশে থাকা গাড়ি থেকে সেই ভিডিয়ো করা হয় । এমনকী, গাড়ি চালকের সঙ্গে সাইকেল চালানোর সময় কথাও বলেন তিনি ।
এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "সাইকেল চালিয়ে সেটে যাচ্ছি । সময় বাঁচাচ্ছি...12 কিলোমিটার ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই মুহূর্তে 'মেডে'-র শুটিং করছেন রকুল । ছবিটি পরিচালনা করছেন অজয় দেবগন । পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, অঙ্গিরা ধরসহ আরও অনেকে ।
সব ঠিক থাকলে 2022-এর 29 এপ্রিল মুক্তি পাবে এই ছবি ।