মুম্বই : রাখি সাওয়ান্তের বিয়ে হয়েছে রীতেশ নামে এক ব্যক্তির সঙ্গে । অন্তত রাখির দাবি এমনটাই । বিয়ের সাজে ছবি দিয়েছেন তিনি, তবে সেখানে রীতেশের হাতটুকু শুধু দেখা গেছে । আজ অবধি রাখি ছাড়া রীতেশের অস্তিত্বের কথা কেউ জানতে পারেনি । আদৌ কি রীতেশ বলে কেউ আছে ? নাকি পুরোটাই রাখির নাটক ? এই প্রশ্নও তুলেছেন অনেকে ।
তবে এই প্রথমবার জাতীয় সংবাদ সংস্থা IANS-কে সাক্ষাৎকার দিলেন রীতেশ । তবে ক্যামেরার সামনে নয়, টেলিফোনের মাধ্যমে । কেন এতদিন অন্তরালে ছিলেন তিনি ? এই প্রশ্নে রীতেশ বললেন,
"আমার মনে হয়েছিল যে, বিয়ের কথাটা জানাজানি হয়ে গেলে আমার ব্যবসায় ক্ষতি হবে । ভারতীয় সরকার ও প্রতিরক্ষা বিভাগের সঙ্গে আমার দু-তিনটে প্রজোক্ট জড়িয়েছিল । সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হচ্ছিল আমায় । তাই বিয়ের খবর সামনে আনতে চাইনি ।"
সম্প্রতি বিগ বস-এর বাড়িতে ঢুকেছেন রাখি । এই সময়তেই মুখ খোলার কথা কেন ভাবলেন রীতেশ ? উত্তরে তিনি বললেন,
"কারণ আমি ওঁকে সমর্থন করতে চাই । শো-টা জেতার ক্ষমতা আছে ওঁর । রাখির ব্যাপারে সবাই ভুল ধারণা করছে । তাই পুরো দুনিয়াকে আমি ওঁর কথা বলতে চাই । আমরা সমস্ত নিয়ম মেনে বিয়ে করেছি । আর সবসময় ও আমার পাশে থেকেছে । ওঁকে সমর্থন করতে আমি বিগ বসের বাড়িতেও যাব । স্ত্রী হিসেবে রাখি সেরা ।"
রাখি নাকি বাচ্চার মতো সরল । দীর্ঘদিন ফোনে কথা বলার পর মাত্র দু-তিন দিন দেখা করেছেন রীতেশ আর রাখি । আর তার মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন তাঁরা । বিয়ের পরেই রীতেশ ও তাঁর পুরো পরিবারের মন জিতে নিয়েছেন রাখি.......বলে চলেন গর্বিত স্বামী রীতেশ ।