ETV Bharat / sitara

মায়ের চিকিৎসায় সলমনের সাহায্য, আবেগতাড়িত রাখি - রাখি সাওয়ান্তের খবর

ক্যানসারে আক্রান্ত রাখি সাওয়ান্তের মা । সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সলমন খান । ভাইজানের সাহায্য পেয়ে আবেগতাড়িত মা-মেয়ে ।

Rakhi Sawant thanks salman khan
Rakhi Sawant thanks salman khan
author img

By

Published : Feb 26, 2021, 4:21 PM IST

মুম্বই : রাখি সাওয়ান্তের মা ক্যানসার আক্রান্ত, মুম্বইয়ের এক হাসপাতালে কেমো চলছে তাঁর । এখবর জানতে পেরে চুপ করে বসে থাকেননি সলমন খান । তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

আর সলমনের সাহায্য পেয়ে আবেগতাড়িত মা-মেয়ে । হাসপাতালের বিছানায় শুয়েই ভাইজানকে ধন্যবাদ জানালেন রাখির মা জয়া ।

সলমনকে নিজের ছেলে বলে উল্লেখ করে জয়াদেবী বললেন, "আমার ছেলে সলমন খানকে অনেক ধন্যবাদ । ধন্যবাদ সোহেল খানকে । আমি এখন হাসপাতালে, চারটে কেমো দেওয়া হয়েছে, এখনও দুটো বাকি রয়েছে । তারপর আমার অপারেশন হবে ।"

পাশ থেকে রাখি বলেন, "থ্যাঙ্ক ইউ সলমনজী, আপনি একজন রকস্টার ।" দেখে নিন ভিডিয়ো...

মুম্বই : রাখি সাওয়ান্তের মা ক্যানসার আক্রান্ত, মুম্বইয়ের এক হাসপাতালে কেমো চলছে তাঁর । এখবর জানতে পেরে চুপ করে বসে থাকেননি সলমন খান । তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

আর সলমনের সাহায্য পেয়ে আবেগতাড়িত মা-মেয়ে । হাসপাতালের বিছানায় শুয়েই ভাইজানকে ধন্যবাদ জানালেন রাখির মা জয়া ।

সলমনকে নিজের ছেলে বলে উল্লেখ করে জয়াদেবী বললেন, "আমার ছেলে সলমন খানকে অনেক ধন্যবাদ । ধন্যবাদ সোহেল খানকে । আমি এখন হাসপাতালে, চারটে কেমো দেওয়া হয়েছে, এখনও দুটো বাকি রয়েছে । তারপর আমার অপারেশন হবে ।"

পাশ থেকে রাখি বলেন, "থ্যাঙ্ক ইউ সলমনজী, আপনি একজন রকস্টার ।" দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.