ETV Bharat / sitara

ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিংয়ে জখম রজনীকান্ত - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কর্ণাটকের বন্দিপুর জঙ্গলে তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে এই শোতে আমন্ত্রণ করা হয়েছিল । আজ শুটিং চলছিল বন্দিপুর জঙ্গলে ৷ শুটিং চলাকালীনই তাঁর চোট লাগে ৷

Rajnikant
শুটিংয়ে জখম হলেন রজনীকান্ত
author img

By

Published : Jan 28, 2020, 10:44 PM IST

বন্দিপুর, 28 জানুয়ারি: বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করতে গিয়ে আহত হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ তার কাঁধে ও পায়ের গোড়ালিতে চোট লেগেছে বলে জানা গেছে ৷

কর্ণাটকের বন্দিপুর জঙ্গলে তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে এই শোতে আমন্ত্রণ করা হয়েছিল । আজ শুটিং চলছিল বন্দিপুর জঙ্গলে ৷ শুটিং চলাকালীনই তাঁর চোট লাগে ৷

  • British adventurer Bear Grylls arrives at Bandipur forest in Karnataka for a shoot with actor Rajinikanth for an episode of his show 'Man vs Wild'. pic.twitter.com/mIkSrOARSz

    — ANI (@ANI) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরে চেন্নাই বিমান বন্দরে নেমে রজনীকান্ত সাংবাদিকদের জানান, ম্য়ান ভার্সেস ওয়াইল্ড- এর শুটিং শেষ হয়ে গেছে । তাঁর সামান্য চোট লেগেছিল । তিনি সুস্থ রয়েছেন ।

বন্দিপুর, 28 জানুয়ারি: বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করতে গিয়ে আহত হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ তার কাঁধে ও পায়ের গোড়ালিতে চোট লেগেছে বলে জানা গেছে ৷

কর্ণাটকের বন্দিপুর জঙ্গলে তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে এই শোতে আমন্ত্রণ করা হয়েছিল । আজ শুটিং চলছিল বন্দিপুর জঙ্গলে ৷ শুটিং চলাকালীনই তাঁর চোট লাগে ৷

  • British adventurer Bear Grylls arrives at Bandipur forest in Karnataka for a shoot with actor Rajinikanth for an episode of his show 'Man vs Wild'. pic.twitter.com/mIkSrOARSz

    — ANI (@ANI) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরে চেন্নাই বিমান বন্দরে নেমে রজনীকান্ত সাংবাদিকদের জানান, ম্য়ান ভার্সেস ওয়াইল্ড- এর শুটিং শেষ হয়ে গেছে । তাঁর সামান্য চোট লেগেছিল । তিনি সুস্থ রয়েছেন ।

Hyderabad, Jan 28 (ANI): Ace badminton player PV Sindhu on January 28 said that it is important to stay fit in Olympic year. She said proper planning and picking the right tournaments will be crucial to succeeding at the Tokyo Olympics. "It is very important to stay fit as this is the Olympic year. It is not that you should go to tournaments without being 100 per cent. It is important to stay healthy and be fit and then go for tournaments," said Sindhu.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.