ETV Bharat / sitara

Rajkumar Rao Wedding : 11 বছরের ভালবাসা পেল পূর্ণতা, রাজকুমারের বিয়ের ছবি ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় - রাজকুমার রাও

সামনেই একাধিক সেলেব-জুটির বিয়ে ঘিরে সরগরম বলিউড ৷ সেই পালে যেন হাওয়া দিলেন রাজকুমার-পত্রলেখা ৷ বলা যায় প্রচারের অনেকটা আড়ালে থেকেই বিয়েটা সেরে ফেললেন 'নিউটন তারকা' ৷

Rajkumar Rao Wedding
11 বছরের ভালবাসা পেল পূর্ণতা, রাজকুমারের বিয়ের ছবি ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
author img

By

Published : Nov 15, 2021, 10:55 PM IST

চণ্ডীগড়, 15 নভেম্বর : বাগদান-পর্ব সারা হয়ে গিয়েছিল দিনদু'য়েক আগেই ৷ বিয়ের প্রতীক্ষায় ছিলেন তাঁর অনুগামী থেকে নেটাগরিকরা ৷ অবশেষে সোমবার চণ্ডীগড়ে দীর্ঘদিনের বাঙালি বান্ধবী পত্রলেখার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা রাজকুমার রাও ৷ অভিনেতা সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করতেই তা ভাইরাল অন্তর্জালে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্য়ায় ভাসালেন নেটাগরিকরা ৷

Rajkumar Rao Wedding
বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা

সামনেই একাধিক সেলেব-জুটির বিয়ে ঘিরে সরগরম বলিউড ৷ সেই পালে যেন হাওয়া দিলেন রাজকুমার-পত্রলেখা ৷ বলা যায় প্রচারের অনেকটা আড়ালে থেকেই বিয়েটা সেরে ফেললেন 'নিউটন তারকা' ৷ সাম্প্রতিক সময়ে তাঁর অভিনয়শৈলীতে দর্শককুলকে মুগ্ধ করা অভিনেতা সোশ্য়াল মিডিয়ায় এদিন তাঁর উচ্ছ্বাস গোপন রাখতে পারননি ৷

ইনস্টাগ্রামে বিয়ের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে রাজকুমার লেখেন, "অবশেষে 11 বছরের ভালবাসা, রোম্য়ান্স, বন্ধুত্বের পর আমি আমার সমস্তকিছুকে নিজের করে পেলাম ৷ আমি আজ আমার বেস্ট ফ্রেন্ড, পরিবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম ৷ পত্রলেখা তোমার স্বামী হিসেবে নিজের পরিচয় দেওয়ার চেয়ে আনন্দ আর কিছুতে নেই ৷ আজীবনের পথ চলার সূচনা হল ৷"

Rajkumar Rao Wedding
গাঁটছড়া বাঁধলেন অভিনেতা রাজকুমার রাও

আরও পড়ুন : ধুন্ধুমার যুদ্ধে অক্ষয়, টিজারে বাজিমাৎ পৃথ্বীরাজের

সাদা শেরওয়ানি এবং লাল পাগড়িতে এদিন বিয়েতে বসেছিলেন রাজকুমার ৷ বিপরীতে লাল লেহঙ্গায় বাঙালি অভিনেত্রী পত্রলেখার থেকে চোখ ফেরানো ছিল দায় ৷ রাজকুমারের বিপরীতে বলিউড অভিষেক করা অভিনেত্রী বিয়ের পর সোশ্য়াল মিডিয়ায় জানান, গত 11 বছর ধরে রাজকুমারই তাঁর প্রিয় বন্ধু ৷ রাজকুমার তোমার স্ত্রী হওয়ার চেয়ে সুখের অনুভূতি আর কিছুতে নেই ৷

চণ্ডীগড়, 15 নভেম্বর : বাগদান-পর্ব সারা হয়ে গিয়েছিল দিনদু'য়েক আগেই ৷ বিয়ের প্রতীক্ষায় ছিলেন তাঁর অনুগামী থেকে নেটাগরিকরা ৷ অবশেষে সোমবার চণ্ডীগড়ে দীর্ঘদিনের বাঙালি বান্ধবী পত্রলেখার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা রাজকুমার রাও ৷ অভিনেতা সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করতেই তা ভাইরাল অন্তর্জালে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্য়ায় ভাসালেন নেটাগরিকরা ৷

Rajkumar Rao Wedding
বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা

সামনেই একাধিক সেলেব-জুটির বিয়ে ঘিরে সরগরম বলিউড ৷ সেই পালে যেন হাওয়া দিলেন রাজকুমার-পত্রলেখা ৷ বলা যায় প্রচারের অনেকটা আড়ালে থেকেই বিয়েটা সেরে ফেললেন 'নিউটন তারকা' ৷ সাম্প্রতিক সময়ে তাঁর অভিনয়শৈলীতে দর্শককুলকে মুগ্ধ করা অভিনেতা সোশ্য়াল মিডিয়ায় এদিন তাঁর উচ্ছ্বাস গোপন রাখতে পারননি ৷

ইনস্টাগ্রামে বিয়ের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে রাজকুমার লেখেন, "অবশেষে 11 বছরের ভালবাসা, রোম্য়ান্স, বন্ধুত্বের পর আমি আমার সমস্তকিছুকে নিজের করে পেলাম ৷ আমি আজ আমার বেস্ট ফ্রেন্ড, পরিবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম ৷ পত্রলেখা তোমার স্বামী হিসেবে নিজের পরিচয় দেওয়ার চেয়ে আনন্দ আর কিছুতে নেই ৷ আজীবনের পথ চলার সূচনা হল ৷"

Rajkumar Rao Wedding
গাঁটছড়া বাঁধলেন অভিনেতা রাজকুমার রাও

আরও পড়ুন : ধুন্ধুমার যুদ্ধে অক্ষয়, টিজারে বাজিমাৎ পৃথ্বীরাজের

সাদা শেরওয়ানি এবং লাল পাগড়িতে এদিন বিয়েতে বসেছিলেন রাজকুমার ৷ বিপরীতে লাল লেহঙ্গায় বাঙালি অভিনেত্রী পত্রলেখার থেকে চোখ ফেরানো ছিল দায় ৷ রাজকুমারের বিপরীতে বলিউড অভিষেক করা অভিনেত্রী বিয়ের পর সোশ্য়াল মিডিয়ায় জানান, গত 11 বছর ধরে রাজকুমারই তাঁর প্রিয় বন্ধু ৷ রাজকুমার তোমার স্ত্রী হওয়ার চেয়ে সুখের অনুভূতি আর কিছুতে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.