মুম্বই : রাজকুমার রাও নাকি হনসল মেহতার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট । পরিচালক নিজেই একথা স্বীকার করলেন । সাধারণত অভিনেতারা পরিচালককে এই ধরনের ক্রেডিট দিয়ে থাকেন । তবে রাজকুমারকে নিজের ক্যারিয়ারের "অক্সিজেন দাতা" বলতে দ্বিতীয়বার ভাবলেন না মেহতা ।
IANS-কে হনসল বললেন, "এই প্রজন্মের সেরা অভিনেতা রাজকুমার । আমার ক্যারিয়ারকে অক্সিজেন দিয়েছে ও । একজন মানুষ হিসেবে, বন্ধু, ভাই ও সহকর্মী হিসেবে রাজকুমার আমার কাছে খুব স্পেশাল ।"
রাজকুমারের সঙ্গে পরিচয়ের আগে 'দিল পে মত লে ইয়ার' বা 'উডস্টক ভিলা'-র মতো ছবি করেছেন হনসল মেহতা । ছবিগুলো বাণিজ্যিকভাবে অসফল হয়েছে এবং সমালোচকদের কাছেও তেমন কোনও গুরুত্ব পায়নি ।
তবে রাজকুমারের সঙ্গে হাত মিলিয়ে মেহতা 'সিটিলাইটস','শহিদ', 'আলিগড়', 'ওমের্তা'-র মতো ছবি বানিয়েছেন । প্রতিটি ছবিই দারুণ রিসেপশন পেয়েছে দর্শক ও ক্রিটিকদের কাছ থেকে । সবাইকে সমাজ সচেতন করতে সাহায্য করেছে প্রতিটি ছবিই । ফলে রাজকুমারকে "অক্সিজেন দাতা" বলে খুব একটা ভুল করেননি হনসল ।
আজই মুক্তি পেল 'ছলাং'-এর ট্রেলার । হনসলের পরিচালনায় রাজকুমার এবার স্কুলের পিটি টিচার । ট্রেলারটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">