ETV Bharat / sitara

Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার - শিল্পা শেট্টির বিবৃতি

পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) ধৃত রাজ কুন্দ্রার (Raj Kundra) অন্তর্বর্তীকালীন জামিনের (Anticipatory Bail) শুনানি পিছিয়ে গেল ৷ পরবর্তী শুনানি হবে 7 অগস্ট ৷ গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত যে আবেদন শিল্পা শেট্টি (Shilpa Shetty) করেছিলেন, তার পক্ষে দাঁড়ায় বম্বে হাইকোর্ট ৷ আজ একটি বিবৃতি পেশ করে এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিল্পা ৷

raj-kundras-anticipatory-bail-hearing-adjourned-till-7th-august-shilpa-shetty-clears-her-stand
রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি 7 অগস্ট, মিডিয়া ট্রায়ালে রষ্ট শিল্পা
author img

By

Published : Aug 2, 2021, 3:10 PM IST

Updated : Aug 2, 2021, 3:19 PM IST

মুম্বই, 2 অগস্ট : বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) অন্তর্বর্তীকালীন জামিনের (Anticipatory Bail) আবেদনের শুনানি পিছিয়ে গেল ৷ পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) জড়িত রাজের জামিনের পরবর্তী শুনানি হবে 7 অগস্ট ৷ এ দিকে, গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত যে আবেদন শিল্পা করেছিলেন, তার পক্ষেই দাঁড়িয়েছে বম্বে হাইকোর্ট ৷ আদালত বলেছে, গোপনীয়তা রক্ষার অধিকারটা জরুরি ৷ রাজ কুন্দ্রার গ্রেফতারির পর সংবাদমাধ্যমে বিভিন্ন অনুমানভিত্তিক গল্প প্রকাশিত হতে শুরু করে ৷ তারই জেরে এই আবেদন করেছেন শিল্পা শেট্টি ৷ এ ব্যাপারে আজ একটি বিবৃতি পেশ করে এ ব্য়াপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি বিবৃতি পোস্ট করেছেন শিল্পা শেট্টি ৷ তাতেই তিনি লিখেছেন, "আমরা মিডিয়া ট্রায়াল ডিসার্ভ করি না ৷ অনুগ্রহ করে আইনকে নিজের কাজ করতে দিন ৷ সত্যমেব জয়তে ৷" 46 বছরের অভিনেত্রী জানিয়েছেন, গত কয়েকদিনে প্রত্যেকটা দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ৷ প্রচুর ট্রোলিং হয়েছে ৷ তাঁকে ও তাঁর পরিবারকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ শিল্পার কথায়, "আমার অবস্থান হল...আমি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাইনি আর এই মামলা নিয়ে এই অবস্থানই বজায় রাখব, কারণ আদালতে এর বিচার চলছে ৷ তাই অনুগ্রহ করে আমার মুখে মিথ্যে প্রতিক্রিয়া বসিয়ে খবর করবেন না ৷"

আরও পড়ুন: মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা

তাঁদের গোপনীয়তা রক্ষার জন্য সহযোগিতা করতে অনুরোধ করেছেন অভিনেত্রী ৷ তিনি লিখেছেন, "পরিবার হিসেবে আমরা আইনি দিকগুলি খতিয়ে দেখছি ৷ বিশেষত একজন মা হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের সন্তানদের কথা ভেবে আমাদের গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান করুন এবং অর্ধেক তথ্য পেয়ে তা যাচাই না করে সেই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন ৷"

আরও পড়ুন: ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

তিনি 29 বছর ধরে একজন কঠোর পরিশ্রমী পেশাদারের দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়ে শিল্পা লিখেছেন, "মানুষ আমার উপর আস্থা রেখেছে আর আমি কখনও তাঁদের নিরাশ করিনি ৷ তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই সময়টায় আমার পরিবার ও আমার গোপনীয়তা রক্ষা করতে দিন ৷"

আরও পড়ুন : রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা

গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ 27 জুলাই পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই মেয়াদ পূর্ণ হওয়ার পর রাজদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত ৷

মুম্বই, 2 অগস্ট : বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) অন্তর্বর্তীকালীন জামিনের (Anticipatory Bail) আবেদনের শুনানি পিছিয়ে গেল ৷ পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) জড়িত রাজের জামিনের পরবর্তী শুনানি হবে 7 অগস্ট ৷ এ দিকে, গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত যে আবেদন শিল্পা করেছিলেন, তার পক্ষেই দাঁড়িয়েছে বম্বে হাইকোর্ট ৷ আদালত বলেছে, গোপনীয়তা রক্ষার অধিকারটা জরুরি ৷ রাজ কুন্দ্রার গ্রেফতারির পর সংবাদমাধ্যমে বিভিন্ন অনুমানভিত্তিক গল্প প্রকাশিত হতে শুরু করে ৷ তারই জেরে এই আবেদন করেছেন শিল্পা শেট্টি ৷ এ ব্যাপারে আজ একটি বিবৃতি পেশ করে এ ব্য়াপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি বিবৃতি পোস্ট করেছেন শিল্পা শেট্টি ৷ তাতেই তিনি লিখেছেন, "আমরা মিডিয়া ট্রায়াল ডিসার্ভ করি না ৷ অনুগ্রহ করে আইনকে নিজের কাজ করতে দিন ৷ সত্যমেব জয়তে ৷" 46 বছরের অভিনেত্রী জানিয়েছেন, গত কয়েকদিনে প্রত্যেকটা দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ৷ প্রচুর ট্রোলিং হয়েছে ৷ তাঁকে ও তাঁর পরিবারকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ শিল্পার কথায়, "আমার অবস্থান হল...আমি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাইনি আর এই মামলা নিয়ে এই অবস্থানই বজায় রাখব, কারণ আদালতে এর বিচার চলছে ৷ তাই অনুগ্রহ করে আমার মুখে মিথ্যে প্রতিক্রিয়া বসিয়ে খবর করবেন না ৷"

আরও পড়ুন: মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা

তাঁদের গোপনীয়তা রক্ষার জন্য সহযোগিতা করতে অনুরোধ করেছেন অভিনেত্রী ৷ তিনি লিখেছেন, "পরিবার হিসেবে আমরা আইনি দিকগুলি খতিয়ে দেখছি ৷ বিশেষত একজন মা হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের সন্তানদের কথা ভেবে আমাদের গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান করুন এবং অর্ধেক তথ্য পেয়ে তা যাচাই না করে সেই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন ৷"

আরও পড়ুন: ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

তিনি 29 বছর ধরে একজন কঠোর পরিশ্রমী পেশাদারের দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়ে শিল্পা লিখেছেন, "মানুষ আমার উপর আস্থা রেখেছে আর আমি কখনও তাঁদের নিরাশ করিনি ৷ তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই সময়টায় আমার পরিবার ও আমার গোপনীয়তা রক্ষা করতে দিন ৷"

আরও পড়ুন : রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা

গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ 27 জুলাই পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই মেয়াদ পূর্ণ হওয়ার পর রাজদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত ৷

Last Updated : Aug 2, 2021, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.