মুম্বই, 21 জুলাই: রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির ঘটনায় চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনল মুম্বই পুলিশ ৷ তারা জানিয়েছে, শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর ভগ্নিপতি প্রদীপ বক্সি একটি আন্তর্জাতিক পর্ন চক্রের মাস্টারমাইন্ড ৷ সেই চক্রের কনটেন্ট তৈরির কোম্পানি রয়েছে ভারত ও ব্রিটেনে ৷ কুন্দ্রার গ্রেফতারিতে দেশের কুখ্যাত পর্ন জগতের পর্দাফাঁস হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ এর সঙ্গে বেশ কিছু বড় নাম জড়িয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের ৷
বিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক রাজ কুন্দ্রা ৷ তিনি ও তাঁর স্ত্রী শিল্পা দুজনেই এই কোম্পানির হয়ে প্রচার চালাতেন ৷ অপরদিকে, ব্রিটিশ নাগরিক প্রদীপ বক্সি লন্ডনের কেনরিন লিমিটেডের চেয়ারম্যান ৷ কুন্দ্রার বোনের সঙ্গে বিয়ে হয়েছে প্রদীপের ৷
মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার মিলিন্দ ভারাম্বে সাংবাদিকদের জানিয়েছেন, এই দুটি কোম্পানির হটশটস ডিজিটাল এন্টারটেইনমেন্ট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে ৷ এই অ্যাপ তৈরি করেছে কেনরিন লিমিটেড ৷ এই অ্যাপের ডেসক্রিপশনে লেখা হয়েছে যে, 'এটি বিশ্বের প্রথম 18+ অ্যাপ ৷'
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সেখানে বিশ্ব স্তরের বেশ কয়েকজন হট মডেল ও সেলিব্রিটির এক্সক্লুসিভ ছবি, শর্ট ফিল্ম ও হট ভিডিয়ো দেওয়া আছে ৷ রয়েছে সফট ও হার্ড পর্ন ৷ তদন্তে দেখা গিয়েছে, অল্পবয়সি শিল্পীদের বিশেষত মেয়েদের সাহসী দৃশ্যের ভিডিয়ো পোস্ট করতে বলা হত ৷ তাঁদের ইচ্ছের বিরুদ্ধে অর্ধনগ্ন বা নগ্ন ছবি ও ভিডিয়ো পোস্ট করানো হত বলে অভিযোগ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বলিউড ও পুলিশের সূত্রের দাবি, কুন্দ্রার ঘটনা বিনোদনের দুনিয়ায় পর্ন সাম্রাজ্যের কণামাত্র ৷ এর পেছনে আরও বড় চক্র জড়িয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ প্রযোজকের কথায়, "গুজবে শোনা যায় যে, বিভিন্ন বড় সেলিব্রিটি, মডেল, অভিনেতা, অভিনেত্রীরাও অন্ধকার এই জগতে জড়িয়ে রয়েছেন ৷ দেশে ও বিদেশের গোপন জায়গাগুলিতে সেক্স রেভ পার্টির (Sex-rave Parties) আয়োজন করা হয় ৷ সেখানে প্রত্যেকের কর্মকাণ্ডগুলি শ্যুট করা হয় এবং সেগুলি পরে হট কনটেন্ট হিসেবে প্যাকেজ আকারে তৈরি করে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয় ৷"