মুম্বই : সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের মেয়ে....এই সমস্ত পরিচয়গুলো কোনওদিনও রাইমার পিছু ছাড়েনি । তবে স্টারকিড হওয়ার জন্য কি কোনও সুবিধা পেয়েছেন রাইমা ? স্টারকিডদের জার্নিটা কি এতটাই সহজ ? এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন অভিনেত্রী ।
রাইমা বলেন, স্টারকিডদের জার্নিটা যদি এতটাই সহজ হত তাহলে তো আমি এতদিনে টপ অভিনেত্রী হয়ে উঠতাম । তুমি কে বা তুমি কোথা থেকে আসছ সেটা ম্যাটার করে না, প্রত্যেককে নিজের ভাগের স্ট্রাগলটা করতেই হয়, মনে করেন রাইমা ।
রাইমা এও বলেন যে, প্রথম ছবির পর রাতারাতি 100টা ফিল্ম হাতে পাননি তিনি এবং তাঁকে প্রতিদিন স্ট্রাগল করতে হয়েছে, এখনও করতে হচ্ছে । বাংলায় 'চোখের বালি' বা 'দ্য জাপানিজ় ওয়াইফ'-এর মতো বিখ্যাত ছবিতে অভিনয় করার পরও বলিউডে কাজ পেতে অসুবিধা হয়েছে তাঁর ।
একাধিক অসফল স্টারকিডদের কথা মনে করিয়ে দিয়েছেন রাইমা । বক্সঅফিসে তোমার সিনেমা সফল না হলে, তুমি কেউ নও...মত মুনমুন-কন্যার ।